প্রেম ও ডেটিং বিষয়ক অধ্যায় পাঠ্যবইয়ের অংশ নয়, যে ব্যাখ্যা দিলো ভারতীয় শিক্ষাবোর্ড
আপডেট: গত ৩ ফেব্রুয়ারি 'ভারতের নবম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হল প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায়' শিরোনামে আমরা যে খবরটি প্রকাশ করেছিলাম, সেটি সঠিক নয়। এক ব্যাখ্যায় ভারতের সেন্ট্রাল বোর্ড অভ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে, ডেটিং ও প্রেমের সম্পর্ক বিষয়ক অধ্যায় দেশটির নবম শ্রেণির পাঠ্যবইয়ের অংশ নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সম্পর্কিত ছবিগুলো অন্য একটি বইয়ের। তাই আমরা আপডেটেড খবরটি প্রকাশ করলাম।
ভারতে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ডেটিং ও প্রেমের সম্পর্ক (ডেটিং অ্যান্ড রিলেশনশিপস) নামক একটি অধ্যায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশটির সেন্ট্রাল বোর্ড অভ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।
প্রতিষ্ঠানটি গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, এটি পাঠ্যবই প্রকাশ করে না।
ওই পোস্টে সিবিএসই উল্লেখ করে, 'ডেটিং ও রিলেশনশিপ নিয়ে আপত্তিজনক আধেয় সম্পর্কিত একটি বই সিবিএসই প্রকাশ করেছে বলে বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে প্রচার করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল।'
ভারতীয় এ শিক্ষাবোর্ড আরও জানায়, বই প্রকাশ না করার পাশাপাশি অন্য কোনো প্রকাশনীর কোনো বইয়েরও সুপারিশ করে না এটি।
যে অধ্যায়ের ছবি ভাইরাল হয়েছে সেটি আদতে গগন দীপ কাওরের লেখা আ গাইড টু সেল্ফ অ্যাওয়ারনেস অ্যান্ড এমপাওয়ারমেন্ট শীর্ষক একটি বইয়ের অংশ। 'বইটি জি.রাম বুকস (প্রা.) লিমিটেড এডুকেশনাল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে,' এক্স পোস্টে উল্লেখ করে সিবিএসই।
সম্প্রতি দেশটির নবম শ্রেণির একটি বইয়ে ডেটিং ও প্রেমের সম্পর্ক বিষয়ক একটি অধ্যায়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। ইন্ডিয়া টুডে'র বরাত দিয়ে বিষয়টি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
ছড়িয়ে পড়া ছবির তথ্য অনুযায়ী, অধ্যায়টিতে 'ঘোস্টিং', 'ক্যাটফিশিং' এবং 'সাইবারবুলিং'-এর মতো ইন্টারনেটে জেনারেশন জেডের (জেন জি) কাছে জনপ্রিয় বিভিন্ন শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ছবিগুলো দেখে বিষয়টিকে অনেক এক্স ব্যবহারকারীই ইতিবাচকভাবে নিয়েছিলেন। তারা এটিকে ভালো পদক্ষেপ হিসেবে দেখে 'এ প্রগতিশীল পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন'।