ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জবাবে গোষ্ঠীটির বিরুদ্ধে তৃতীয় দফায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও মার্কিন সামরিক বাহিনী। খবর বিবিসির।
অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বাহিনীগুলো হামলায় সমর্থন দিয়েছে।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের অভ্যন্তরে ১৩টি স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় অস্ত্র মজুদ সুবিধা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ইত্যাদি লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও উপকূলীয় ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রতেও হামলা হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনার জন্য যে অভিযান শুরু হয়েছে, সর্বশেষ হামলাগুলো সেই অভিযানেরই একটি অংশ।
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার একদিন পর ইয়েমেনে তৃতীয় দফায় যৌথ হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের হামলা 'এই অঞ্চলে ইরান-সমর্থিত হুথিদের অবৈধ কার্যকলাপের প্রতিক্রিয়া জানাতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ'।
সেন্টকম আরও জানিয়েছে, গোষ্ঠীটি লোহিত সাগর, বাব এল-মান্দেব ও এডেন উপসাগরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতে বেপরোয়া ও অবৈধভাবে হামলা চালিয়ে আসছে। তাদের এই সক্ষমতা হ্রাস করার জন্য এসব হামলা করা হয়েছে।