পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার দাবি নওয়াজ শরিফের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় নির্বাচনে নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেছেন।
তিনি বলেছেন, তার রাজনৈতিক দল ভোটে সবচেয়ে বেশি আসন পেয়েছে এবং জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করবে।
তবে শরিফ জানাননি তার দল কতটি আসন জিতেছে এবং ভোটগ্রহণ করা ২৬৫ টি আসনের মধ্যে বেশকিছু আসনে এখনও গণনা চলছে।
নির্বাচনী প্যানেলের প্রকাশিত সর্বশেষ গণনায় দেখা গেছে, তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪২টি আসনে জয়লাভ করেছে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৩ আসনের চেয়ে অনেক কম।
শরিফ বলেন, তার প্রতিনিধিরা জোট সরকার গঠনের বিষয়ে কথা বলতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।