পাকিস্তানের নির্বাচনের ফর্ম ৪৫ কি? এই ফর্মকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে?
পাকিস্তান আইনজীবী ফোরাম ঘোষণা দিয়েছে, জাতীয় নির্বাচনে সব ফর্ম ৪৫ ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সুরক্ষিত করা হয়েছে।
নির্দিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শেষে রিটার্নিং অফিসার কর্তৃক ভোটের ফলাফলে কোন হেরফের ঘটানো হলে এই ফর্ম ৪৫ থেকে অনিয়মের ঘটনা প্রমাণ করা যাবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ আনার পর পাকিস্তান আইনজীবী ফোরাম এই ঘোষণা দিয়েছে।
পিটিআই সমর্থিত বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দাবি করেছেন, নির্বাচনে তারা স্পষ্ট ব্যবধানে জিতলেও কর্তৃপক্ষ ফলাফল নিয়ে কারচুপি করেছে।
পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি। এর মধ্যে ২৬৫টি আসনের ভোটগ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)।
সংবাদসংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ৯৯টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের সিংহভাগই ইমরানের পিটিআই-সমর্থিত। অন্যদিকে ৭১টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। এছাড়া আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন। আর এমকিউএম ১৭ আসনে এবং অন্যান্য দল ১০টি আসনে জয়ী হয়েছে।
ইতোমধ্যেই পিটিআই সমর্থিত প্রার্থীরা আদালতে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করতে শুরু করেছে। তাদের মধ্যে একজন লাহোর হাইকোর্টে যান যেখানে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের ফলাফল স্থগিত করা হয়।
এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রায় ১০০ জন বিচার বিভাগের কাছে অভিযোগ আনতে পারেন বলে জানা গেছে।
পিটিআই এর মুখপাত্র রওফ হাসান আল জাজিরাকে জানিয়েছেন, "ফর্ম ৪৫ সেই লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে যারা বিজয় দাবি করেছিল এবং এটি টেলিভিশনের পর্দায়ও ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই ফর্ম ৪৫ নির্বাচনের দিন মধ্যরাতের আগে সেই প্রার্থীদের কাছেও হস্তান্তর করা হয়েছিল যারা পরাজিত হয়েছিল। সুতরাং কোনটি আসল আর কোনটি নকল তা দেখার জন্য আমাদের আইনি লড়াই করতে হবে।"
পিটিআই মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান দুর্নীতিতে জর্জরিত হয়েছে এবং ভয় রয়েছে নির্বাচিত প্রার্থীরা অন্যান্য দল দ্বারা প্ররোচিত হবে।
তিনি জানিয়েছেন, পিটিআই রাজনৈতিক ও আইনি বিকল্পগুলি সাবধানতার সাথে বিবেচনা করছে।
আল জাজিরাকে হাসান বলেছেন, "আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। আমরা জাতীয় পরিষদে এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা আশা করি আজ সন্ধ্যায় বা আগামীকাল সকালে সুনির্দিষ্ট ঘোষণা দিতে সক্ষম হব।"
হাসান যোগ করেন, দলটি ১১০ আসনে বিজয়ী হওয়ার আশা করছে।
ফর্ম ৪৫ কি?
ফর্ম ৪৫ হল এমন একটি নথি যাতে একটি ভোট কেন্দ্রের গণনাকৃত ফলাফল সারিবদ্ধ ভাবে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি নির্বাচনী এলাকায় জাতীয় পরিষদের আসন প্রতি ৩০০টির বেশি ভোট কেন্দ্র থাকতে পারে। পুরো নির্বাচনী এলাকার প্রাথমিক ফলাফল ফর্ম ৪৭ নামক আরেকটি নথিতে প্রকাশ করা হয়।