২৫ মিলিয়ন ডলার কর দাবি করে ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার অভিযোগ কংগ্রেসের
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস শুক্রবার জানিয়েছে, বিরোধের কারণে ২.১ বিলিয়ন রুপি (২৫.৩ মিলিয়ন ডলার) আয়কর দাবি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (ফ্রিজ) করা হয়েছে।
কংগ্রেস এই পদক্ষেপকে 'ভারতের গণতন্ত্রের ওপর জঘন্য আঘাত' বলে অভিহিত করেছে।
তারা বলেছে, একটি আয়কর ট্রাইব্যুনাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসকে আংশিকভাবে তার অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিয়েছে। বিষয়টি এখনও বিচারাধীন।
কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন সাংবাদিকদের বলেন, কংগ্রেস আয়কর বিভাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কারণ তারা ব্যাংকগুলোকে দলের অ্যাকাউন্টের তহবিল বাজেয়াপ্ত (ফ্রিজ) করতে বলেছে।
তিনি বলেন, 'দুদিন আগে আমরা খবর পাই যে আমাদের দেওয়া চেকগুলো দিয়ে ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। আমাদের কাছে বিদ্যুতের বিল পরিশোধ করার, কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা নেই।'
মাকেন বলেন, জব্দ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে কংগ্রেসের সাংসদ ও বিধায়কেরা তাদের ভাতার যে অংশ দলীয় তহবিলে দিতেন তা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কর বিভাগের সঙ্গে ২০১৮-১৯ সালে হওয়া একটি বিরোধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্যের জন্য আয়কর বিভাগে কল করা হলে ও বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার মাত্র কয়েক সপ্তাহ আগে কর বিভাগ এই পদক্ষেপ নিয়েছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর একসময়ের ভারতের সবচেয়ে প্রভাবশালী দল কংগ্রেসের জনপ্রিয়তা সংসদে এবং অনেক রাজ্যে তলানিতে এসে ঠেকেছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'ক্ষমতার নেশায় মত্ত মোদি সরকার দেশের বৃহত্তম বিরোধী দলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে।'
সরকার বা মোদির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সমীক্ষাগুলো বলছে, আসন্ন নির্বাচনে মোদি সহজেই তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেন বলেও জানিয়েছে কংগ্রেস।
সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি