আইফোন ভিজে গেলে চালভর্তি ব্যাগে না শুকানোর পরামর্শ অ্যাপলের
আইফোন ভিজে গেলে অনেকেই তা চালভর্তি ব্যাগে রেখে শুকিয়ে থাকেন। তবে এমনটা না করার পরামর্শ দিয়েছে খোদ অ্যাপল। খবর বিবিসির।
যদিও পদ্ধতিটি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এমন কাজের বিরুদ্ধে সতর্ক করেছেন। একইসাথে চালভর্তি ব্যাগে ভেজা ফোন রেখে দিলে যে প্রকৃতপক্ষে কোনো কাজে আসে না সেটিও বলেছেন।
এমতাবস্থায় টেক জায়ান্ট কোম্পানিটির পক্ষ থেকেই নিষেধ করা হলো। এমনকি চালের মধ্যে থাকা ছোট কণার কারণে ডিভাইসের ক্ষতি করতে পারে বলেও কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, ফোন ভিজে গেলে বরং কানেকটরের জায়গাটি নীচের দিকে করে রেখে দেওয়া উচিত। তারপর এটি শুকানোর জন্য এমনিতেই রেখে দিলে ভালো হয়।
এদিকে শুধু চালের বস্তাই নয়, বরং ফোন পানিতে ভিজে গেলে যেকোনো রেডিয়েটর কিংবা হেয়ার ড্রাইয়ার ধরনের বিষয়গুলোও এড়ানো উচিত। এছাড়াও তুলা কিংবা কাগজের তোয়ালে দিয়ে পরিষ্কারের বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছে। বরং ভেজা ফোনটিকে চার্জ দেওয়ার আগে ভেজা জায়গায় বরং কিছু বাতাস প্রবাহের পরামর্শ দেওয়া হয়েছে।
এই সম্পর্কে ম্যাকওয়ার্ল্ড ওয়েবসাইটে বলা হয়, ভবিষ্যতে স্মার্টফোনের পরিবর্তিত ডিজাইনের ফলে এমন সব পরামর্শ অপ্রয়োজনীয় বলে মনে হবে। কেননা পরিবর্তিত ডিজাইনের ভবিষ্যৎ ফোনগুলো ক্রমেই আরও বেশি পানি প্রতিরোধী হচ্ছে।
এক্ষেত্রে আইফোন ১২ এর পর থেকে সমস্ত অ্যাপল ডিভাইস ছয় মিটার গভীর পানিতে পর্যন্ত আধা ঘণ্টা পর্যন্ত ডুবিয়ে রাখা যাবে। এতে ফোনের তেমন কোনো ক্ষতি হবে না।
কিন্তু এরপরেও হয়ত অনেকেই অ্যাপলের সেকেন্ড-হ্যান্ড মোবাইল ফোন চালাবে। সেক্ষেত্রে তাদের জন্য এই পরামর্শটি কাজে লাগবে।
অনুবাদ: মোঃ রাফিজ খান