গাজায় ইয়াসির আরাফাতের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।
মন্ত্রণালয়ের ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত আরাফাত যে বাড়িতে থাকতেন সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতেফ আবু সাইফ এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের কাছে অর্থবহ প্রতীক মুছে ফেলতে ইসরায়েলের চলমান অভিযানের অংশ।
বিবৃতিতে মন্ত্রী যোগ করেন, 'বাড়িটি সমস্ত ফিলিস্তিনিদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ, যেন এটি তাদেরই বাড়ি। এখানে আমাদের চিরন্তন নেতার অনেক ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র ছিল। বাড়িটির দেয়ালের প্রতিটি কোনা গাজায় থাকাকালীন আবু আম্মারের (আরাফাত) অনেক মুহূর্তের স্মৃতি বহন করে।'
আবু সাইফ জানান, বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হত। আরাফাত তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তার ঐতিহাসিক চিত্র সবার কাছে তুলে ধরত এই বাড়ি।
সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, 'ধ্বংসযজ্ঞের পরও বাড়িটি তার তাৎপর্য নিয়ে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকবে। দখলদারের বর্বরতা ও নৃশংসতার আরেকটি প্রমাণ এটি।'
ইয়াসির আরাফাত ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের (পিএনএ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
দীর্ঘদিন রোগভোগের পর ৭৫ বছর বয়সে ২০০৪ সালের ১১ নভেম্বর মৃত্যুবরণ করেন আরাফাত। তাকে রামাল্লার সদর দপ্তর চত্বরে সমাহিত করা হয়।