নিরাপত্তা ও খাদ্য সংকটে রাফায় জাতিসংঘের ত্রাণ বিতরণ বন্ধ
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করেছে জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিওজি। মূলত নিরাপত্তা ও খাদ্য সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
চলতি মাসে গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তর প্রান্তে একযোগে ইসরায়েলি হামলা হচ্ছে। অনেকেই বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এতে করে উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েই চলছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের শীর্ষ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
গাজায় ইসরায়েলের সাত মাসের বেশি সময় ধরে পরিচালিত বর্বরতার পরে আইসিসির কৌঁসুলি করিম খান গতকাল সোমবার এক বিবৃতিতে জানান, তিনি মনে করছেন গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে– এমনটা মনে করার যৌক্তিক ভিত্তি রয়েছে।
এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের শীর্ষ তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে।
করিম খানের এই আইনি পদক্ষেপকে 'দুঃসাহসী' বলে তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, "এতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকরের আলোচনা পণ্ড হতে পারে।"
এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থক কিছু আইনপ্রণেতা আন্তর্জাতিক এই আদালতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ২০২০ সালেও একজন আইসিসি কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেছেন, "এমনকি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের যে আগ্রহ ও মনোভাব দেখা যাচ্ছে, তাতে সার্বিক পরিস্থিতি ভীষণ কৌতূহলের উদ্রেক করছে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান