ক্লিনটনের সময় ঝড় তোলা মনিকা লিউনস্কি এবার ভোট প্রচারণায়
৯০ এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়া মনিকা লিউইনস্কির সাথে চুক্তি করেছে বড় ফ্যাশন ব্রান্ড রিফর্মেশন।
মনিকাকে ফ্যাশন ব্র্যান্ডটি নিজেদের বর্তমান নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেছে।
ব্র্যান্ডটি সোমবারে (২৬ ফেব্রুয়ারি) ভোট.ওআরজির সাথে যৌথভাবে 'ইউ হ্যাভ গট দ্য পাওয়ার' নামে ক্যাম্পেইন চালু করেছে।
মানুষের ভোট দেওয়ার 'ক্ষমতা' তাদেরকে 'স্মরণ' করিয়ে দেওয়াই ক্যাম্পেইনটির লক্ষ্য।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মনিকা বলেছেন, "ভোট দেওয়া মানেই হলো আপনার কণ্ঠকে তুলে ধরা এবং এটি গণতন্ত্রের সবচেয়ে চমৎকার বিষয়। যদি আগামী চার বছর কোন অভিযোগ দিতে চান তাহলে আপনাকে ভোট দিতে হবে।"
মনিকা লিউইন্সকি বর্তমানে একজন লেখিকা। ৯০ এর দশকে ২২ বছর বয়সে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ক্লিনটন বয়সে তখন মনিকার থেকে ২২ বছরের বড় ছিলেন। ১৯৯৭-৯৮ সালে তাদের এই সম্পর্ক মার্কিন সংবাদমাধ্যম এবং টিভি চ্যানেলগুলোর প্রধান আগ্রহের বিষয় ছিল। বিল ক্লিনটন প্রথমদিকে এই সম্পর্ককে অস্বীকার করলেও পরবর্তীতে 'হোয়াইট হাউইজের এই ইন্টার্নের সাথে শারীরিক সম্পর্ক' থাকার কথাটি স্বীকার করেছিলেন।
২০১৮ সালে লিউইনস্কি বলেছিলেন, তাদের সম্পর্ক ছিল ক্লিনটনের দিক থেকে 'ক্ষমতার চরম অপব্যবহার'।
২০১৪ সালে আবারো জনসম্মুখে আসার পর থেকে তিনি নিয়মিত সাইবার বুলিং এর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন।
রিফর্মেশনের ক্যাম্পেইনে মনিকাকে একটি চামড়ার ট্রেঞ্চ কোট, উজ্জ্বল লাল টু-পিস পোশাক, সোয়েটার এবং অন্যান্য কর্মক্ষেত্রের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
রিফর্মেশন নিজেদের ওয়েবসাইটে বলে, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের বছর এবং বড় প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস অনেক কম। আমরা এটা বুঝতে পেরেছি। আমরা অন্য ব্র্যান্ডের মতো হতে চাই না যেগুলো আপনাকে শুধু ভোট দিতে বলব। তাই আমরা ভোট.ওআরজির বিশেষজ্ঞদের সাথে অংশীদারিত্ব করেছি।"
প্রচারণার অংশ হিসেবে রিফর্মেশনের ওয়েবসাইটে ভোটের জন্য নিবন্ধন করার তথ্য যোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ভোট.ওআরজিকে ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। ভোট.ওআরজি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম নির্দলীয় সংস্থা যা ভোটদানে অংশগ্রহণ করতে মানুষকে উৎসাহিত করতে কাজ করে৷
এলি ম্যাগাজিনে সোমবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে লিউইনস্কি বলেছেন, অংশীদারিত্বটি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের হতাশা এবং উদাসীনতার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে।
রিফর্মেশন ফটোগ্রাফার জোই গ্রসম্যানের সাথে মনিকার ফটোশুটের জন্য একজন 'মুভমেন্ট কোচ' (যিনি আন্দোলন বিষয়ে ধারণা দেন) নিয়োগ করেছে।
লিউইনস্কি এলিকে আরো বলেছেন, এই গ্রীষ্মে পঞ্চাশে পা দেওয়া তার জন্য একটি 'আসল উপহার।'