মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস
ইলন মাস্ককে হটিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনীর মুকুট দখলে নিয়েছেন জেফ বেজোস। সোমবার (৪ মার্চ) প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স থেকে এ তথ্য জানা যায়।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সম্পদের পরিমাণ এখন ২০০ বিলিয়ন ডলার। অন্যদিকে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্কের সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার,
গতকাল সোমবার টেসলার শেয়ারের ৭.২ শতাংশ দরপতন হয়। এর জেরেই শীর্ষ ধনীর স্থান হারালেন তিনি।
লুই ভিতোঁ, ডিঅর ও সেলিনসহ অনেকগুলো ব্র্যান্ডের মালিক বার্নার্ড আর্নল্টকে হটিয়ে ২০২৩ সালের মে মাসে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান দখল করেন মাস্ক।
মাস্ক, আর্নল্ট ও বেজোসের মধ্যে বেশ কয়েক মাস ধরে শীর্ষ ধনীর স্থান নিয়ে রশি টানাটানি চলছে। বিলাসপণ্যের বিক্রি বাড়ার সুবাদে শীর্ষ ধনীর জায়গা দখল করেছিলেন আর্নল্ট।
বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে এখন তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।
চলতি বছরের শুরুর দিকে ফের শীর্ষ ধনীর স্থান দখল করেন মাস্ক।
কয়েক মাস পরপরই অবশ্য বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হাতবদল হয়।
মোট ১৭৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর ১৫০ বিলিয়ন ডলারের বিল গেটস এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী।