৩২তম দেশ হিসেবে ন্যাটো কার্যালয়ে উড়বে সুইডেনের পতাকা
বৃহস্পতিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। সুইডেনের অন্তর্ভুক্তি পরিকল্পনার সাথে যুক্ত দুজন কর্মকর্তা সংবাদ সংস্থা পলিটিকোকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তবে সুইডেনের ন্যাটোতে যোগদানের সময় নির্ভর করছে হাঙ্গেরি কত দ্রুত সুইডেনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তার ওপর। হাঙ্গেরি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা মাত্রই, সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো অধিভুক্ত ৩২তম দেশ হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দুপুরে ব্রাসেলসে জোটের সদর দফতরে সুইডেনের ন্যাটোতে যোগদান উপলক্ষ্যে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম আজ ওয়াশিংটন সফরে যাচ্ছেন।
সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তির কাগজাদি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি শেষ হবে।
ন্যাটোর সদস্য হতে সুইডেনের সামনে সবশেষ বাধা ছিল হাঙ্গেরির আপত্তি। তবে সকল বাধা অতিক্রম করে সুইডেন এখন ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার দ্বারপ্রান্তে।
হাঙ্গেরি সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য গত সোমবার একটি সংসদীয় ভোটের আয়োজন করে। হাঙ্গেরির নবনির্বাচিত প্রেসিডেন্ট তামাস সুলিওক মঙ্গলবার তাৎক্ষণিকভাবে আইনটির অনুমোদনে স্বাক্ষর করেছেন। এটি ন্যাটোতে সুইডেনের যোগদানের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
নতুন সদস্য করার ক্ষেত্রে ন্যাটোর নিয়মটি হলো, সব সদস্যদেশের অনুমোদন না পেলে কোনো দেশ জোটের সদস্য হতে পারবে না। তাই হাঙ্গেরি কর্তৃক সুইডেনের প্রস্তাব অনুমোদন দেওয়ার পরই সমস্ত ন্যাটো সদস্য দেশ সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে একমত হয়।
পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ৬০০ দিনেরও বেশি সময় ধরে সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবের অনুমোদন আটকে রাখেন।
কুর্দি সংখ্যালঘুদের প্রতি সুইডেনের আচরণ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে তুরস্কও সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দিতে গড়িমসি করে।
তবে সুইডেনের অন্তর্ভুক্তি মস্কোর জন্য একটি কৌশলগত আঘাত হবে। এটি বাল্টিক সাগরকে কার্যকরভাবে ন্যাটো নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করবে। ফলে রাশিয়ার নৌ গতিবিধির ওপর নজরদারি রাখাও অনেকটা সহজ হয়ে যাবে ন্যাটোর।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন