লন্ডনে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে মধ্য লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত এই বিক্ষোভটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাসের দিকে যাত্রা করে। ৭ অক্টোবর হামাসের ইসরায়েলি হামলার পর গাজায় ইসরায়েলি অভিযান শুরু করার পর থেকে এটি ছিল মধ্য লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে দশম মিছিল।
মিছিলটি রওনা হওয়ার সময় সঙ্গীত শিল্পী শার্লট চার্চকে মিছিলের সামনের দিকে দেখা যায়। ওয়েলশ গায়িকা ফিলিস্তিনিদের সাথে 'সংহতি প্রদর্শন' করতেই মিছিলে যোগ দিয়েছিলেন বলে জানান।
বিক্ষোভ চলাকালীন, মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা আপত্তিকর স্লোগান দেওয়া বা আপত্তিকর প্ল্যাকার্ড ধারণ সহ জনশৃঙ্খলা লঙ্ঘনের সন্দেহে চারজনকে এবং লাঞ্ছনার জন্য একজনকে গ্রেপ্তার করেছেন। বিক্ষোভকারী ও পালটা বিক্ষোভকারীদের মধ্যে বাকবিতণ্ডার সময় হামলার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
তবে পুলিশ বলেছে, শনিবারের কোনো বিক্ষোভে 'উল্লেখযোগ্য জনশৃঙ্খলা বিঘ্নিত হয়নি'।
বিক্ষোভের কারণে সাপ্তাহিক ছুটির দিনে লন্ডন 'ইহুদিদের জন্য নিষিদ্ধ এলাকায়' পরিণত হয়েছে, সরকারের চরমপন্থা বিরোধী কমিশনারের এমন মন্তব্যের পরই হাজার হাজার লোক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) দ্বারা আয়োজিত ফিলিস্তিনপন্থী মিছিলে সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়।
এর আগে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় নিয়োজিত কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের প্রধান মার্ক গার্ডনার বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামকে বলেন, বিক্ষোভের কারণে কিছু ইহুদি সেন্ট্রাল লন্ডন এড়িয়ে চলার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, 'বারবার ইহুদিরা বলছে, এই বিক্ষোভের কারণে তারা ছুটির দিনে শহরে ঘুরতে যাচ্ছে না। তারা ঝুঁকি নিতে চায় না যে বিক্ষোভকারীরা বুঝতে পারুক যে তারা ইহুদি এবং এজন্য তাদের গালিগালাজ করা হোক।'
তবে মিছিলের আয়োজক বেন জামাল কমিশনারের নো-গো জোনের মন্তব্যকে 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, 'বাস্তবতা হচ্ছে, আপনি দেখতে পাবেন যে এরা বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষ যারা এখানে শান্তির জন্য মিছিল করছে এবং পুলিশ নিজেরাই স্বীকার করেছে যে এই মিছিলগুলো অপ্রতিরোধ্যভাবে শান্তিপূর্ণ'।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে শিল্পী চার্চ বক্তব্যে বলেন, 'এখানে গান গাওয়া হয়েছে, ড্রাম বাজানো হয়েছে। তবে বেশিরভাগের মধ্যে আবেগ ছিল, প্রেম- সহানুভূতি ছিল কারণ সে কারণেই আমরা সবাই এখানে এসেছি।'
মিছিলে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও ছিলেন, যিনি এবার স্বতন্ত্র এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, 'বিক্ষোভটি ছিল বিশাল এবং আমরা এখানে জড়ো হয়েছি কারণ গাজায় এখনও যে বোমা হামলা চলছে তাতে আমরা মর্মাহত।'
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান শুরু করে, যাতে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ৩০ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই সংঘাত অঞ্চলটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে এবং জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে গাজায় দুর্ভিক্ষ 'প্রায় অনিবার্য'।
গত সপ্তাহে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা এক সতর্ক করে বলেন, গাজা উপত্যকার প্রায় ৫ লাখ ৭৬ হাজার মানুষ বিপর্যয়কর মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। উপরন্তু, উত্তরাঞ্চলে দুই বছরের কম বয়সী প্রতি ছয়টি শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন