কনসার্ট হলে হামলার জন্য আইএসের দায় নিয়ে সন্দেহ রাশিয়ার
মস্কোর বাইরে একটি কনসার্ট হলে শুক্রবারের বন্দুক হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) দায়ী বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তাতে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া।
সোমবার (২৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে রুশ গণমাধ্যম কমসমলস্কায়া প্রাভদা এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে জাখারোভা বলেছেন, 'হোয়াইট হাউসের প্রতি একটি প্রশ্ন: আপনি কি নিশ্চিত এটি আইএস? আপনি কি এটি সম্পর্কে আবার চিন্তা করতে পারেন?'
রুশ মুখপাত্রের অভিযোগ- কিয়েভে মিত্রদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র আইএসের একটি 'কাল্পনিক চরিত্রের' কথা ছড়াচ্ছে।
শুক্রবার রাজধানী শহর মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচার গুলি চালায় চার বন্দুকধারী। এতে ১৩৭ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে। গত দুই দশকে রাশিয়ার অভ্যন্তরে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রথম থেকেই এই হামলার দায় স্বীকার করে আসছে আইএস। হামলার ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রও মনে করে আইএস-ই এ হামলায় জড়িত।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা চলতি মাসের শুরুর দিকে আসন্ন হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিলেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকারীদের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
তিনি দাবি করেছেন, 'ইউক্রেনের ওপাশে' কিছু লোক হামলাকারীদের সীমান্ত পারাপারে সহায়তা করতে প্রস্তুত ছিল।
এ হামলায় ইউক্রেনের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
তিনি পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের কথা উল্লেখ করে হামলার দায় অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন পুতিন।
এদিকে শুক্রবারের ওই হামলার পর সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে।