মস্কোয় হামলার সময় যে কিশোর ১০০ লোকের প্রাণ বাঁচিয়ে নায়ক!
মস্কোয় কনসার্ট হলে গত শুক্রবার যখন হামলা হয়, তখন ১৫ বছর বয়সী এক কিশোরের সহায়তায় শতাধিক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পেরেছিল। ওই মুহূর্তে কিশোর হয়েও সে যে বুদ্ধি ও সাহসিকতা দেখিয়েছে, সে কারণে তার নাম এখন সবার মুখে মুখে। সবাই বীর হিসেবেই প্রশংসা করছে তার।
এই কিশোরের নাম ইসলাম খলিলভ। সে ক্রোকাস সিটি হলের একটি বিশ্রামাগারে খণ্ডকালীন হিসেবে চাকরি করে।
শুক্রবার রাশিয়ার রাজধানী শহর মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে রুশ রক ব্যান্ড পিকনিকের কনসার্ট আয়োজন করা হয়েছিল। এ সময় চার বন্দুকধারী ভবনটিতে প্রবেশ করে কনসার্টে অংশ নেওয়া দর্শকদের ওপর নির্বিচার গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে তখন সবাই হুমড়ি খেয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে। পরে হামলাকারীরা কনসার্ট হলে আগুন ধরিয়ে দেয়।
এ হামলায় ১৩৭ জন নিহত ও ১৮০ জন আহত হয়।
খলিলভ জানায়, লোকেরা যখন এসকেলেটর ও সিঁড়ি দিয়ে ছোটাছুটি শুরু করেছিল তখনই সে বুঝতে পেরেছিল যে জরুরি বা খারাপ কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে সে বুদ্ধি করে আতঙ্কিত দর্শকদের সিটি হলের মধ্যেই আরেকটি ভবনে সরে যেতে দিক-নির্দেশনা দিতে শুরু করে।
খলিলভ বলে, 'আমি হলজুড়ে তখন চিৎকার করে বলতে লাগলাম- বন্ধুরা, গোলাগুলি হচ্ছে। সবাই প্রদর্শনী স্থানের দিকে যান। তারপর আমি তাদের দেখিয়ে দিচ্ছিলাম কোথায় যেতে হবে এবং সবাইকে সহযোগিতা করছিলাম।'
কেবল এটা করেই থেমে থাকেনি খলিলভ। দর্শকদের কেউ যেন বাদ না পড়েন, সে কারণে সবার পেছনে পেছনে দৌড়াচ্ছিল সে।
এই সময়টায় খলিলভ নিজেও বেশ আতঙ্কিত ছিল। তারপরও সে জরুরি পরিস্থিতিতে লোকেদের কীভাবে নিরাপদে সরিয়ে নিতে হবে, সেই বিষয়ে আগে থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করছিল।
খলিলভ রুশ গণমাধ্যম রাপ্টলিকে জানায়, ওই সময় এক বন্দুকধারীকেও এক নজর দেখেছিল সে। তার পরনে ছিল সবুজ রঙের পোশাক, মুখে দাড়ি। হাতে একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে হাঁটাহাঁটি করছিল সে।
খলিলভ আরও জানায়, এক ব্যক্তির ওপর গুলি চালাতেও দেখেছিল সে, যেই দৃশ্য এখনও ভুলতে পারছে না সে।
১৫ বছর বয়সী এই কিশোর বলছিল, এ ঘটনার জন্য সে নিজেকে বীর মনে করছে না। সে কেবল তার নিজের কাজটুকু করেছে।
ওই মুহূর্তেও খলিলভ কীভাবে ভয় কাটিয়ে সবাইকে সহযোগিতা করেছিল সেই বিষয়ে সে জানায়, শত মানুষকে বাঁচাতে যদি নিজের জীবন উৎসর্গ করতে হয়, তাহলে সেটাই ভালো।
ঘটনার পর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয় খলিলভ। তার সাহসী ভূমিকার কথা ছড়িয়ে পড়ে সবখানে। এ কাজের জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কৃতও হয়েছে সে। তার প্রিয় ফুটবল ক্লাব এফসি স্পার্টাক মস্কো তাকে তাদের ম্যাচগুলো বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে।
রাশিয়ার জনপ্রিয় র্যাপ শিল্পী মরজেনস্তার্ন বলেছেন, তিনি খলিলভকে ১০ লাখ রুবল (১১ হাজার ডলার) পুরস্কার দিয়েছেন।
রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের নেতা মুফতি রাবিল গাইনুতদিন খালিলভকে তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে একটি পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন।
অনুবাদ: রেদওয়ানুল হক