নিনজা: টুইচের সবচেয়ে বড় স্ট্রিমারের ক্যান্সার ধরা পড়ল
মার্কিন স্ট্রিমার টাইলার ব্লেভিনস ওরফে 'নিনজা' জানিয়েছেন, তার মেলানোমা নামক এক ধরনের ত্বকের ক্যান্সার ধরা পড়েছে। খবর বিবিসি'র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে ৩২ বছর বয়সি এই ফোর্টনাইট গেমার জানান, তার পা থেকে অস্ত্রোপচার করা একটি আঁচিলে ক্যান্সার কোষ পাওয়া গিয়েছে।
স্ট্রিমিং সাইট টুইচে এক কোটি ৯০ লাখ অনুসারী রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ভিডিও গেম স্ট্রিমারের।
নিনজা আরও জানান, তার পায়ে থাকা আরেকটি কালো দাগ বর্তমানে চিকিৎসকেরা পরীক্ষা করছেন। এ ঘটনায় 'হতবাক' হলেও নিনজা বলেন, ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়ায় তিনি 'আশাবাদী'।
নিজের অনুসারীদের নিয়মিত ক্যান্সারের চেক-আপ করার আহ্বান জানিয়েছেন নিনজা।
টুইচের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাইক্রোসফটের মিক্সার থেকে ২০২০ সালে টুইচে ফিরে আসেন নিনজা। এরপর টুইচ আর নিনজা প্রায় সমার্থক হয়ে ওঠে।
২০২০ সালের জুনে মিক্সার প্ল্যাটফর্মটি বন্ধ করে দেয় মাইক্রোসফট।
ফোর্টনাইট গেমে নিনজা'র জনপ্রিয়তা এতই বেশি যে, অন্য খেলোয়াড়েরা অর্থ খরচ করে তাদের ক্যারেক্টারকে চাইলে নিনজার মতো দেখতে করতে পারেন।
এক্স-এর পোস্টে নিনজা জানান, আঁচিলের বার্ষিক চেক-আপের অংশ হিসেবে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর ক্যান্সারের কথা জানতে পারেন তিনি।
'তারা [চিকিৎসকেরা] আশাবাদী, কারণ এটা প্রাথমিক স্তরে ধরা পড়েছে,' লেখেন তিনি।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ত্বকের ক্যান্সার মেলানোমা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। এটি সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে হয়।
সাধারণত অস্ত্রোপচারই এ রোগের মূল চিকিৎসা। তবে ক্যান্সার ছড়িয়ে পড়লে কেমোথেরাপিও ব্যবহৃত হতে পারে।