টেসলাকে টক্কর দেওয়ার লক্ষ্য নিয়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় নামল শাওমি
চীনা জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এবার আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করেছে। কোম্পানিটি গতকাল (বৃহস্পতিবার) রাতে বেইজিংয়ে নিজেদের প্রথম মডেল স্পিড আলট্রা ৭ (এসইউ৭) বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন গত সপ্তাহের শুরুতে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে ধারণা দেন। তিনি জানান, শাওমির বৈদ্যুতিক গাড়ি হবে আকর্ষণীয়, সহজে চালানো যায় এমন।
একইসাথে নিজেদের মডেলটিকে স্মার্ট গাড়ি হিসেবে অভিহিত করেন জুন। যার দাম হবে ৬৯,১৮০ মার্কিন ডলারের নিচে।
গত বুধবার উইবো-তে লেই জুন বলেন, "শাওমি পোর্শে ও টেসলার সাথে টক্কর দেওয়ার মতো একটি 'ড্রিম কার' নির্মাণ করতে চায়। আমরা যদি ভালো গাড়ি বানাতে চাই, তাহলে বিশ্বের এই দুই সেরা গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে।"
শাওমি জানায়, কোম্পানিটির এসইউ৭ মডেলের গাড়ির দাম হবে ২৯,৮৭৪ ডলার থেকে ৪১,৪৯৭ ডলারের মধ্যে।
বর্তমানে চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা বেশ প্রতিযোগিতাপূর্ণ। দেশটিতে অন্তত ২০০ এর মতো প্রতিষ্ঠান এই গাড়ি উৎপাদন করছে। গত দশকে চীন সরকার বহু প্রতিষ্ঠানকে ভর্তুকিও দিয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় নামলো শাওমি।
চীনা সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় গড় মুনাফা ৫ শতাংশ কমে এসেছে। খাতটির সবচেয়ে বড় কোম্পানি বিআইডি গত সপ্তাহে জানায়, তাদের ত্রৈমাসিক মুনাফা বৃদ্ধি গত দুই বছরের মধ্যে সবচেয়ে ধীর ছিল। কারণ কোম্পানিটির বিক্রয় কমেছে।
এদিকে শাওমির সিইও জুন জানান, তাদের এসইউ৭ মডেলটি চীনের মোট ২৭ টি শহরের শো-রুমগুলোতে প্রদর্শন করা হয়েছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক কোম্পানি হিসাবে শাওমি খ্যাতি অর্জন করেছে। কোম্পানিটি ২০২৩ সালের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির ১৩ শতাংশ বাজার দখলে ছিল।
২০২১ সালে শাওমি স্মার্ট বৈদ্যুতিক গাড়ি নির্মাণে আরও বেশি মনোযোগ দেয়। তারই অংশ হিসেবে কোম্পানিটি পরবর্তী দশকে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেন।
জুন উইবো পোস্টে জানান, শাওমির এসইউ৭ মডেলের গাড়িটির রেঞ্জ প্রায় ৭০০ কিলোমিটার। যা টেসলার লং রেঞ্জের মডেল ৩ এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন।
শাওমি মূলত বৈদ্যুতিক গাড়িটি বিক্রির ক্ষেত্রে প্রিমিয়াম ক্রেতাদের টার্গেট করেছে। তবে একটি স্ট্যান্ডার্ড এসইউ৭ গাড়ি আমদানিকৃত পোর্শে টাইকানের চেয়ে দামে সাশ্রয়ী। কেননা প্রিমিয়াম মডেলের পোর্শে গাড়িটির দাম ১২৪,২৪৮ ডলার।
চীনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বৈদ্যুতিক গাড়ির দাম তুলনামূলক অনেক কম। উদাহরণস্বরূপ, বিআইডি-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল, সিগাল হ্যাচব্যাকের দাম মাত্র ৯,৬৫৮ ডলার।
অনুবাদ: মোঃ রাফিজ খান