বাকিংহাম প্যালেসের কাছে রিকশায় আগুন!
যুক্তরাজ্যে বাকিংহাম প্যালেসের কাছে একটি বৈদ্যুতিক রিকশা আগুন লেগে 'সম্পূর্ণ পুড়ে' গেছে। শনিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৪৪ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে তারা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ১৫ মিনিটের কিছু বেশি সময় পর তারা আগুন নেভাতে সক্ষম হন।
গ্রেগ ডাবল (৩৫) নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'আমরা যখন বাকিংহামের গেটটির কোণে পৌঁছালাম, তখন আগুন দেখতে পেলাম। আগুনের শিখা প্রায় চার ফুট উচ্চতায় উঠেছিল।'
তিনি বলেন, 'এরই মধ্যে সেখানে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে গিয়েছিলেন। তারা খুব বেশি ক্ষতি হওয়ার আগেই আগুন নেভাতে সক্ষম হন।'
এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন গ্রেগ। এতে দেখা যায়, রিকশাটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এক দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে তারা সন্দেহজনক হিসেবে কিংবা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়েছে, এমনটা মনে করছেন না।
ল্যামবেথ ফায়ার স্টেশনের এক মুখপাত্র বলেন, আগুনে রিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।