ক্ষণিকের অন্ধকারে নিমজ্জিত করা ২০২৪ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কিছু ছবি
২০২৪ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মিলেছে সোমবার (৮ এপ্রিল) । মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার লাখ লাখ মানুষ উত্তর আমেরিকা মহাদেশ অতিক্রম করা এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন। তারা একটি স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হয়েছেন যা উত্তর আমেরিকার কিছু অংশকে ক্ষণিকের অন্ধকারে নিমজ্জিত করেছিল।
চলুন দেখে নেওয়া যাক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চমৎকার কিছু ছবি।
১. মেক্সিকোর মাজাটলান শহর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হয়।
২. সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিয়েছিল চাঁদ।
৩. সমুদ্র সৈকতে খেলা থামিয়ে সুর্যগ্রহণ দেখেছে শিশুরা।
৪. বিশেষ চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখেছেন অসংখ্য মানুষ।
৫. উত্তর আমেরিকার কিছু অংশকে ক্ষণিকের অন্ধকারে নিমজ্জিত করা সূর্যগ্রহণের সাক্ষী হয়েছেন লাখ লাখ মানুষ।
৬. হাজার হাজার মানুষ আগে থেকেই এ দিনের জন্য প্রস্তুতি নিয়েছেন।
৭. টেক্সাসের আরলিংটন থেকে সূর্যগ্রহণের শুরুর পর্বটি দৃশ্যমান হওয়ার সাথে সাথে ঘূর্ণায়মান মেঘ দৃশ্যমান হয়।
৮. ওকলাহোমার পর্যবেক্ষকরাও অন্ধকারে নিমজ্জিত ছিলেন।
৯. মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের মানুষ বিস্ময় নিয়ে সূর্যগ্রহণ উপভোগ করেছেন।
১০. আরকানসাসের রাসেলভিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন বিয়ে করেছেন বেশ কয়েকজন দম্পতি।
১১. আকাশ অন্ধকার হয়ে যাওয়ার পর নায়াগ্রা জলপ্রপাত ভারী মেঘের আচ্ছাদনে ঢেকে গিয়েছিল।
১২. কিছুক্ষণের জন্য মেঘের চাদর সরে যাওয়ায় আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকার দেখাচ্ছিল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়