চার মিনিটে সারতে হচ্ছে গোসল—জল সংকটে শুষ্ক বোগোতায় পানি রেশনিং শুরু
জলবায়ু সংকটের চরম অবস্থা পার করছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। এল নিনোর প্রভাবে তীব্র খরা ও জলাধারগুলোর পানির স্তর কমে যাওয়ায় রাজধানী বোগোতায় বসবাসকারী প্রায় এক কোটি মানুষের পানির ব্যবহার সীমিত (রেশনিং) করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শহরটির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে বোগোতার বাসিন্দা এবং রাজধানীর আশেপাশের কয়েক ডজন শহর ও পৌরসভার জন্য পানি ব্যবহারে বিধিনিষেধ বা রেশনিং ব্যবস্থা কার্যকর হয়েছে। এই পদক্ষেপের প্রভাব পড়বে প্রায় ৯০ লাখ মানুষের ওপর। তবে স্কুল ও হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জল সংকট সামাল দিতে রাজধানীর আশপাশের এলাকাকে নয়টি জোনে ভাগ করেছেন কর্মকর্তারা। প্রতিটি জোনে পর্যায়ক্রমে ২৪ ঘণ্টার জন্য পানি সরবরাহ বন্ধ থাকবে।
বোগোতার মেয়র কার্লোস ফার্নান্দো গালান সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, 'জলাধারগুলোর পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং এল নিনোর কারণে অবস্থা আরও খারাপ হয়েছে।'
শহরটির মোট পানির ৭০ শতাংশ সরবরাহ আসে চুজা এবং সান রাফায়েল জলাধার থেকে। স্থানীয় কর্তৃপক্ষের মতে জলাধার দুটি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। জলাধারগুলোর স্তর নিম্ন' পর্যায়ে পৌঁছানোর পর কলম্বিয়ার সরকার ও শহরের মেয়র যে জরুরি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তারই অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে মেয়র কার্লোস ফার্নান্দো গালান বলেন, 'এই মুহূর্তে বোগোতায় এক ফোঁটা পানিও নষ্ট করা উচিত নয়। আমাদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে নিশ্চিত করতে হবে সবাই যাতে তাদের প্রয়োজনীয় পানির সরবরাহ পায়।'
বাসিন্দারাও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন পানির ব্যবহার।
শহরে বসবাসকারী ক্লারা এসকোবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'কিছু কাজ আছে যা আমরা আর করতে পারি না, যেমন-গাড়ি ধোয়া।'
স্থানীয় বাসিন্দা আইজ্যাক স্যান্ডোভাল বলেন, 'আমি সর্বোচ্চ চার মিনিট গোসল করি এবং কাপড় না ধোয়ার চেষ্টা করি।'
লাতিন আমেরিকার দেশগুলোতে পানির সংকট দেখা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। বোগোতার পর মেক্সিকো সিটিতেও পানির ঘাটতি দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তন, এল নিনো, ভৌগলিক অবস্থান এবং দ্রুত নগরায়নের কারণে এসব দেশগুলোর প্রাকৃতিক জলের ওপর প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে।
বিশ্বের উচ্চতম শহরগুলোর একটি বোগোতা, সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬০০ মিটার (৮,৫০০ ফুট) উপরে একটি পর্বত মালভূমিতে অবস্থিত। পূর্ব দিকে আন্দিজ পর্বতমালার সুউচ্চ চূড়া রয়েছে আর পশ্চিমে এক সবুজ উপত্যকা রয়েছে যেখানে মাগদালেনা নদী প্রবাহিত হয়, যা শহরকে তার প্রয়োজনীয় জল সরবরাহ করে।
বোগোতার জাভেরিয়ানা বিশ্ববিদ্যালয়ের বাস্তুশাস্ত্রের অধ্যাপক আরমান্দো সারমিয়েন্তো জানান, বিশ্বের বেশিরভাগ শহর তাদের পানির সরবরাহের জন্য ভূগর্ভস্থ স্তরের ওপর নির্ভর করলেও বোগোতার প্রায় সমস্ত সরবরাহ জলাধারের মতো পৃষ্ঠের জল থেকে আসে। আর এসব স্থলের পানি বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হলে জলাধারে পানির সংকট দেখা দেয়াটা স্বাভাবিক।
শহর কর্তৃপক্ষ তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, এল নিনোর কারণে ২০২৩ সালের জুন থেকে অঞ্চলটি দীর্ঘ সময় ধরে বৃষ্টিবিহীন অবস্থায় রয়েছে। মেয়র জানিয়েছেন, জলাধারগুলোর পানির স্তর ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে।
এল নিনোর মারাত্মক প্রভাব যেমন দাবানল এবং জলের ঘাটতি মোকাবেলায় সরকার জানুয়ারিতে দেশে এটিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে। কলম্বিয়ায় রাজনৈতিক দ্বন্দ্ব প্রবল হলেও এল নিনোর কারণে উদ্ভূত জলবায়ু সংকটকে মোকাবিলার প্রয়োজনীয়তার বিষয়ে বেশিরভাগ একমত হয়েছে।
নাগরিক ও মানবাধিকার রক্ষার জন্য দায়ী কলম্বিয়ার ন্যায়পাল মঙ্গলবার একটি বিবৃতি জারি করে বলেছেন, নিরবচ্ছিন্ন পানির সরবরাহ একটি মৌলিক মানবাধিকার।
ফেব্রুয়ারি মাসে পরিবেশ মন্ত্রণালয় এল নিনোর কারণে সৃষ্ট সংকটের গুরুতরতা সম্পর্কে কলম্বিয়াবাসীদের সতর্ক করতে #এলনিনোনোএসউনজুয়েগো (এল নিনো কোনও ছেলে-খেলা নয়) হ্যাশট্যাগ দিয়ে একটি প্রচারণা শুরু করে।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপপ্রবাহ এবং খরার মতো আরও ঘন ঘন এবং মারাত্মক চরম আবহাওয়ার ঘটনা ঘটছে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে শহরগুলোর জল ব্যবস্থার ওপর চাপ কেবল বাড়বে।
কলম্বিয়ার পরিবেশমন্ত্রী সুসানা মুহাম্মাদ নগর কর্তৃপক্ষকে পানি সরবরাহ কমে যাওয়া মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা যদি জলাধারগুলোর স্বাভাবিক প্রাকৃতিক চক্র নিশ্চিত না করি, তাহলে স্বাভাবিক পানি সরবরাহও আশা করতে পারি না।'
মন্ত্রী প্রাকৃতিক অঞ্চলে নগর সম্প্রসারণ সীমাবদ্ধ করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করারও পরামর্শ দিয়েছেন।
পরিবেশবিদ সারমিয়েন্তো সিএনএনকে বলেন, 'আগামী বছরগুলোতে জলবায়ু কীভাবে পরিবর্তন হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমাদের ভবিষ্যতের বড় সংকটের জন্য আরও ভালভাবে প্রস্তুত থাকা দরকার।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন