ইসরায়েলে ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
শনিবার দিবাগত রাতে ইসরায়েলের ওপর ইরানের হামলার পরিপ্রেক্ষিতে আজ (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘের প্রকাশিত দাপ্তরিক শিডিউল অনুযায়ী, রোববার বিকেল ৪টায় (পূর্বাঞ্চলীয় সময়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী দূত বলেছিলেন, তিনি সাম্প্রতিক এ হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের কাছে একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছিলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টার দূত ভ্যানেসা ফ্রেজিয়ারের কাছে লেখা তার চিঠিটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্সে শেয়ার করেন এই কূটনীতিক। শেয়ার দেওয়া পোস্টে তিনি লিখেছেন, "আমি কাউন্সিলকে (নিরাপত্তা পরিষদ) একটি জরুরি বৈঠকের আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা করার দাবি জানিয়েছি।"
এদিকে, শনিবার দিবাগত রাতের হামলার পরপরই এবিসি নিউজকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ৪০০–৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও ইরানের ছোঁড়া দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ মিলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে।
আইডিএফের (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।