যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত তলব করে দ্বিমুখী নীতির প্রতিবাদ জানাল ইরান
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ঘটনায় তেহরানের নিন্দা জানানোর পর তাদের তলব করা হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের পরিচালক দেশ তিনটির বিরুদ্ধে 'দ্বিমুখী আচরণের' অভিযোগ করেছেন। কারণ, চলতি মাসের শুরুতে দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসে হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছিল। ইসরায়েলে হামলার পর এবার তেহরানের বিরুদ্ধে নিন্দা জানাল দেশ তিনটি।
ইসরায়েলের এ হামলায় নিন্দা না জানানোয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নিন্দা জানিয়েছিল ইরান।
গত ১ এপ্রিলের এ হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই জ্যেষ্ঠ নেতাসহ সাতজন নিহত হন।
অনুবাদ: রেদওয়ানুল হক