গাজায় যুদ্ধবিরতির দাবিতে শিল্পকর্ম প্রদর্শন বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলি শিল্পীর
গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির চুক্তি না হওয়া পর্যন্ত ভেনিসের বিয়েনালে নিজের শিল্পকর্ম প্রদর্শন না করার ঘোষণা দিয়েছেন এক ইসরায়েলি শিল্পী। গত শনিবার ইন্টারন্যাশনাল আর্ট শো-টিতে দেশটির ন্যাশনাল প্যাভিলিয়নে এটি প্রদর্শনের কথা রয়েছিল।
নিজের 'মাদারল্যান্ড' শিল্পকর্ম প্রদর্শনের অপেক্ষায় থাকা রুথ পাতির বলেন, "যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি হলে ইসরায়েলি প্যাভিলিয়নের শিল্পী ও কিউরেটররা প্রদর্শনীতে অংশ নেবেন।"
এই সম্পর্কে শিল্পী রুথ নিজের ওয়েবসাইটে বলেন, "শিল্পী ও কিউরেটরদের সিদ্ধান্ত নিজেদের প্রত্যাহার বা প্রদর্শনী বাতিল করার নয়। বরং তারা জিম্মিদের পরিবার ও ইসরায়েলের বৃহৎ সম্প্রদায়ের সাথে সংহতি প্রকাশের জন্য একটি অবস্থান বেছে নিয়েছেন; যারা মূলত পরিবর্তনের ডাক দিচ্ছেন।"
ভেনিসের বিয়েনালে প্রদর্শনীটি গত শনিবার থেকে চালু হয়ে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। কনটেমপোরারি আর্টের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে এটিকে বিবেচনা করা হয়।
রুথ বলেন, "আমি একজন শিল্পী ও শিক্ষাবিদ। সেক্ষেত্রে সাংস্কৃতিক বয়কটের পক্ষে নই। কিন্তু আমি অনুভব করেছি যে, চলমান পরিস্থিতির আমার কিছু একটা করা দরকার। সেক্ষেত্রে আমি নিজের জায়গাকে কাজে লাগিয়েছি। যারা যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির দাবিতে জোর দাবি জানিয়েছে তাদের সমর্থন জানিয়েছি।"
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় প্রায় ২৪০ জনকে।
গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩৩,৮৪৩ জন নিহত ও ৭৬,৫৭৫ আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলি হামলায় ২৩ লাখ গাজাবাসীর প্রায় ৮০ ভাগই বাস্তুচ্যুত হয়েছেন। তেল আবিবের নিষেধাজ্ঞায় উপত্যকাটিতে খাবার, জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাব দেখা দিয়েছে। ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছে।
এদিকে হাজার হাজার শিল্পী, কিউরেটর ও সমালোচক গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ জানাতে প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন। ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতাকারীরা জানান, তারা বিয়েনালে প্রতিবাদ করার পরিকল্পনা করছে।
এছাড়াও শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আন্তর্জাতিক এক সংগঠন 'দ্য আর্ট নট জেনোসাইড অ্যালায়েন্স' ভেনিস বিয়েনালে প্রদর্শনীতে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছিল। তাদের মতে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালানো রাষ্ট্রকে শিল্প প্রদর্শন করতে দেওয়া 'অগ্রহণযোগ্য'।
যদিও ইতালির সংস্কৃতি মন্ত্রী প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণকে সমর্থন করেছেন। ৬০ তম এই সংস্করণে অংশ নিতে ৮৮টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।
বিয়েনালের প্রদর্শনীতে আন্তর্জাতিক রাজনীতির ছাপ বেশ আগের থেকেই দেখা যায়। রাশিয়ান শিল্পীরা ২০২২ সালে ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের প্রতিবাদে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছিল। এক্ষেত্রে প্রদর্শনী সংশ্লিষ্টরা জানান, রাশিয়া চলতি বছরের সংস্করণে অংশগ্রহণের জন্য অনুরোধ করেনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান