গাজার প্রতি সমর্থন জানাতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ
ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা সোমবার (১৫ এপ্রিল) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তা অবরোধ ও যান চলাচল বন্ধ করে দিয়েছিল। অর্থনীতিকে ব্যাহত করার একটি বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের চাপ দেওয়ার উদ্দেশ্যে এমনটা করেছে বিক্ষোভকারীরা।
ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীরা নিজেদেরকে ব্যারেলের সাথে শিকল দিয়ে বেঁধে উত্তরাঞ্চলগামী ওকল্যান্ডের আই-৮৮০ সড়কটি আটকে দেয়। আরেক দল বিক্ষোভকারী ব্যানার নিয়ে দক্ষিণাঞ্চলগামী সড়ক অবরোধ করে। গোল্ডেন গেট ব্রিজে সড়কের দুপাশের গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। তখন কারো কারো হাতে 'স্টপ দ্য ওয়ার্ল্ড ফর গাজা' (গাজার জন্য বিশ্বকে আটকে দাও) লেখা ব্যানার দেখা যায়।
এতে শুধু চালকরাই নয়, বিমানবন্দরগামী যাত্রীরাও ভোগান্তির সম্মুখীন হয়েছেন। শিকাগো শহরের ও'হারে আন্তর্জান্তিক বিমানবন্দর অভিমুখী আই-১৯০ সড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। এতে অনেককেই ফ্লাইট ধরার উদ্দেশ্যে তাদের লাগেজ নিয়ে পায়ে হেঁটেই বিমানবন্দরে যেতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফ্লাইট বিলম্বের ঘোষণা দেয় এবং যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেয়।
সান আন্তোনিওতে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ভ্যালেরো এনার্জি কোম্পানির সদর দপ্তরের উভয় দিক অবরুদ্ধ করে যার ফলে শহরের উত্তরপশ্চিম দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফিলাডেলফিয়ার বিক্ষোভকারীরা ভিড়ের সময় ট্র্যাফিক অবরোধ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থ দেওয়ার প্রতিবাদে সিটি হলে সমাবেশ করে। তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য ডে অ্যান্ড জিমারম্যান কোম্পানির সদর দপ্তর অবরুদ্ধ করে।
বিক্ষোভগুলো 'এ১৫ অ্যাকশন' এর অংশ ছিল যেটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ১৫ এপ্রিল অনেকগুলো শহরে অর্থনৈতিক অবরোধের একটি প্রস্তাবনা।
উদাহরণস্বরূপ, কানেকটিকাটের মিডলটাউনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্র্যাট অ্যান্ড হুইটনি কারখানার শ্রমিকদের প্রবেশ এবং বের হতে বাধা দেয়। কারখানাটি বিমানের জন্য সামরিক ইঞ্জিন রপ্তানি করে। সংবাদমাধ্যম হার্টফোর্ড কোরান্ট এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীরা উদ্দেশ্যমূলকভাবে টেক্স ডে (কর দিবস) এর সাথে তাদের কর্মসূচি সমন্বয় করে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানায়। এথেন্স, বেলফাস্ট, সিডনি এবং বার্সেলোনার মতো শহরেও যুদ্ধবিরতির দাবিতে একই ধরনের প্রতিবাদ সমাবেশ হয়েছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়