সামান্য এক সাপ থামিয়ে দিল জাপানের বুলেট ট্রেন!
প্রায় কোনোকিছুই জাপানের দ্রুত গতির বুলেট ট্রেনকে সময়মতো গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে না পারলেও এবারে সেটি করে দেখিয়েছে একটি সাপ। যাত্রীবাহী বগির মধ্যে থাকা ছোট একটি সাপ ১৭ মিনিটের জন্য দেরি করিয়েছে একটি বুলেট ট্রেনকে।
সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির ভাষ্যমতে, মঙ্গলবার (১৬ এপ্রিল) একজন যাত্রী টোকিওর স্টেশন স্টাফদের নাগোয়া থেকে আসা একটি ট্রেনের বগিতে ১৬ ইঞ্চি সাইজের একটি সাপ দেখতে পাওয়ার কথা জানান।
ট্রেনটির ওসাকা যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি বন্ধ করে দেয়া হয়। অন্য আরেকটি ট্রেনকে এ রুটে চলাচল করার জন্য আনা হয় এবং এতে কিছুটা সময় নষ্ট হয়। অন্য অনেক দেশের রেলের মান অনুযায়ী ট্রেনের দেরি হওয়ার ঘটনাটি সামান্য হলেও জাপানের মতো সময়ানুবর্তী দেশে বুলেট ট্রেনের দেরি হওয়া একটি বিরল ঘটনা।
সাপের কামড়ে কেউ আহত না হলেও বিলম্বের কারণে ছয়শ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রেল কোম্পানি সিএনএনকে জানিয়েছে, সাপটি কোন জাতের সে সম্পর্কে কোন তথ্য না পাওয়া গেলেও সেটি বুলেট ট্রেনে কীভাবে এলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বুলেট ট্রেন জাপানে শিনকানসেন নামে পরিচিত। এটি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার বেগে চলতে পারে। নির্ভরযোগ্য ও দ্রুতগতির যাতায়াতের মাধ্যম হিসেবে জাপানের মানুষ বুলেট ট্রেন ব্যবহার করে আসছে।
২০১৭ সালে সুকুবা এক্সপ্রেস নামে একটি বুলেট ট্রেনের কন্ডাক্টর ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ার জন্য যাত্রীদের ক্ষমা চেয়েছিলেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়