কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইসরায়েল: ইরান
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরে ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের কর্মকর্তারা দাবি করছেন ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।
রয়টার্স অনুসারে, ইরানি কর্মকর্তারা দাবি করছেন, ইসফাহানের বিস্ফোরণগুলো তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসফাহানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো স্থল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ানও মার্কিন গণমাধ্যমের ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, 'দেশের আকাশ প্রতিরক্ষা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে, আপাতত ক্ষেপণাস্ত্র হামলার কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসফাহানের কাছে শেকারি সেনা বিমানঘাঁটির কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ছোট ড্রোন দ্বারা আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং তাদের রাডার সিস্টেম ইরানের আকাশসীমায় প্রবেশকারী কোনো অজ্ঞাত বিমানও শনাক্ত করনি। তারা আরও জানিয়েছে, ইসফাহান থেকে প্রায় ৫০০ মাইল উত্তরে তাবরিজ অঞ্চলে আরও কয়েকটি ছোট ড্রোন প্রতিহত করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন বিশ্লেষক বলেন, ছোট ড্রোনগুলো সম্ভবত ইরানের ভেতর থেকে পরিচালনা করা হয়েছে।
ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাথে যুক্ত সংবাদ সংস্থা তাসনিম তাদের 'বিশ্বস্ত' সুত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইসফাহান বা ইরানের অন্য কোথাও বিদেশি হামলার কোনো খবর পাওয়া যায়নি।
ইসফাহান ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল। নাতাঞ্জসহ বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনাও ইসফাহান প্রদেশে অবস্থিত। তবে তাদের পরমাণু স্থাপনাগুলো অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালিত হচ্ছে দাবি করলেও, পশ্চিমারা সন্দেহ করছে যে ইরান এখানে অস্ত্র তৈরির লক্ষ্যে কাজ করছে।
হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বরাতে জানা গেছে, ইরানে হামলার দায় স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে হামলায় দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাত সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে, ইরান আনুমানিক ৪০০–৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে।
যদিও ইরানের ছোঁড়া দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ মিলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে।
আইডিএফের (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সুত্র: রয়টার্স, আল জাজিরা
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন