ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাশ
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে হিমশিম খাওয়া ইউক্রেনের জন্য অবশেষে কয়েক বিলিয়ন ডলারের নতুন মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
স্থানীয় সময় গতকাল শনিবার (২০ এপ্রিল) ভোটাভুটির পর ইউক্রেনের জন্য ৬১ বিলিয়নের অস্ত্র প্যাকেজটির অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। খবর বিবিসি'র।
ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি রিপাবলিকানরা কয়েক মাস ধরে বিলম্বিত করছিলেন। অনেকেই মার্কিন-মেক্সিকো সীমান্ত সমস্যা মোকাবিলার পরিবর্তে বিদেশে সামরিক সহায়তা প্রেরণের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
শনিবার পাস হওয়া বিলটিতে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে ২৬ দশমিক ৪ ডলারের সামরিক সহায়তা এবং গাজায় ৯.১ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়েছে।
উপরন্তু, এই প্যাকেজে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের জন্য, বিশেষত তাইওয়ানের জন্য ৮.১ বিলিয়ন ডলারের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য কমিউনিস্ট চীনের প্রভাব মোকাবেলায় তাদের ক্ষমতা বাড়ানো।
শনিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ নিয়ে রিপাবলিকান দলের উচ্চস্তরের মধ্যে বিভাজনের ইঙ্গিত দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, 'যতক্ষণ আমেরিকা এটি রক্ষায় সহায়তা করবে, ততক্ষণ গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বদা বিশ্বব্যাপী তাৎপর্য থাকবে এবং কখনও ব্যর্থ হবে না।'
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পালটা বলেছেন, 'এই প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে।'
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে ইউরোপীয় মিত্রদের দেওয়া সহায়তার পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদিত নতুন সামরিক সহায়তা রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ওলেকজান্ডার মেরেজকো এই ভোটকে একটি 'ঐতিহাসিক সিদ্ধান্ত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই সহায়তা নিশ্চিতভাবে তাদের অনেক বেসামরিক নাগরিক ও সৈন্যের জীবন বাঁচাবে।
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিল দুটি এখন সিনেটে যাবে। সেখানে বিল দুটি পাস করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। এর পর বাইডেন বিলে স্বাক্ষর করার পর বিলটি আইনে পরিণত হবে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন