বিশ্বে জলবায়ু বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি এশিয়ায়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা
জলবায়ু সংক্রান্ত বিপত্তিতে গত বছর বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত অঞ্চল হিসেবে এশিয়া মহাদেশকে চিহ্নিত করেছে জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা ওয়ার্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। সংস্থাটির মতে, গেল বছর বন্যা ও ঝড়ে এশিয়াতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্ট বা জলোচ্ছ্বাসের সঙ্গে সম্পর্কিত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। এরমধ্যে ৮০ শতাংশেরও বেশি ঘটনা বন্যা এবং ঝড়ের সঙ্গে সম্পর্কিত। আর এসব বিপর্যয়ের ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ডব্লিউএমও-এর সেক্রেটারি-জেনারেল সেলেস্ট সাওলো বলেন, "প্রতিবেদনের ফলাফলগুলো গভীর চিন্তার বিষয়।"
"খরা ও তাপপ্রবাহ থেকে শুরু করে বন্যা এবং ঝড়সহ এ অঞ্চলের অনেক দেশেই ২০২৩ সালে রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়েছে।"
"আর জলবায়ু পরিবর্তন এ ধরনের ঘটনার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এতে সমাজ, অর্থনীতি এবং বিশেষ করে– মানব জীবন ও আমরা যে পরিবেশে বাস করি– তা গভীরভাবে প্রভাবিত হচ্ছে," বলেন তিনি।
ডব্লিউএমওর মতে, বিশ্বের অন্যান্য অঞ্চলে গড়ে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পায়, সে তুলনায় এশিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দ্রুত। গত বছর পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া, একইসাথে পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় তাপপ্রবাহ পরিস্থিতি ভয়াবহ। এই উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে এশিয়ার উঁচু-পর্বত অঞ্চলের বেশিরভাগ হিমবাহ গলে যাচ্ছে। এতে ভবিষ্যতে এ অঞ্চলে বিশুদ্ধ পানি সংকট দেখা দিতে পারে, একইসঙ্গে বাড়তে পারে বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাস।