হেলিকপ্টারে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের প্রচারে যাওয়ার সময় হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (২৭ এপ্রিল) আসানসোলে লোকসভা নির্বাচনের দুটি প্রচারসভা ছিল মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে ওই প্রচারসভায় যোগ দিতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ে হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যান তিনি।
সংবাদসংস্থা এআনআইয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারের একটি আসন আঁকড়ে ধরে ওপরে উঠছেন মমতা, কিন্তু সহসা তাল হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী।
তবে মমতার চোট তেমন গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভায় যোগ দিতে বেলা ১টা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি।
গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে মাথা নিচু করে হেলিকপ্টারে প্রবেশ করেন মমতা। হেলিকপ্টারের ভেতরে পা রাখতেই কোনও কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। গোটা ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
মমতা পড়ে গেলেও নির্দিষ্ট সময়েই আকাশে ওড়ে হেলিকপ্টারটি। তবে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কতটা আহত হয়েছেন, তা নিয়ে উদ্বেগ ছড়ায়। যদিও পরে জানা যায়, নির্দিষ্ট সময়ে কুলটিতে অবতরণ করেছে হেলিকপ্টার।
গত কয়েক মাসে বেশ কয়েকবার আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ জানুয়ারি বর্ধমানে একটি সভা করে ফেরার পথে সভাস্থলের কাছেই জোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক। এতে মুখ্যমন্ত্রীর মাথা সামনে ঠুকে যায়। কপালে চোট পান তিনি।
এরপর গত ১৪ মার্চ বাড়িতেই পড়ে কপাল ফেটে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে ও নাকে চারটি সেলাই পড়ে তার।`