প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের জন্য জড়ো হওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে তারা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন।
বার্তা সংস্থা রয়টার্স ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। এবার সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ল প্যারিসের বিশ্ববিদ্যালয়েও।
বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে এক সমাবেশ থেকে লিওনার্দ নামের ওই শিক্ষার্থী বলেন, ''ইয়েল বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, প্যারিসের সায়েন্সেস পোর মতো আমাদেরও নিন্দা জানানোর কারণ রয়েছে। আমরা যা ঘটতে দেখছি তার নিন্দা জানাই।''
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ভবন এদিন বন্ধ রাখা হয়।
শিক্ষার্থীরা কর্মসূচি থেকে 'ফ্রি প্যালেস্টাইন' বলে স্লোগান দেন এবং ইসরায়েলের প্রতি নিন্দা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুবাদ: রেদওয়ানুল হক