ইসরায়েলের জেলে বসে লেখা ফিলিস্তিনি লেখকের বই জিতল আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার
২০ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দি আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। এ বছর সেই কারাবন্দি লেখক জিতেছেন 'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই'-এর জন্য আরবি ফিকশনের জন্য মর্যাদাপূর্ণ পুরস্কার।
আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বাসিমের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব-এর স্বত্বাধিকারী রানা ইদ্রিস।
বাসিম খান্দাকজির জন্ম ১৯৮৩ সালে, পশ্চিম তীরের নাবলুস শহরে। ২০০৪ সালে তেল আবিবে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ ছোটগল্প লেখককে গ্রেপ্তার করা হয়।
বাসিম জেলে বসেই ইন্টারনেটের মাধ্যমে তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন।
বইয়ের নামের 'মাস্ক' শব্দটি ব্যবহার করা হয়েছে রামাল্লার এক শরণার্থী শিবিরে বসবাসরত প্রত্নতাত্ত্বিক নূরের খুঁজে পাওয়া একটি নীল আইডি কার্ডকে বোঝাতে। কার্ডটি এক ইসরায়েলির পুরনো কোটের মধ্যে পাওয়া গিয়েছিল।
প্রতিযোগিতায় জমা দেওয়া ১৩৩টি কাজের মধ্য থেকে বাসিমের বইটিকে জয়ী হিসেবে বাছাই করা হয়।
বিচারকদলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন, উপন্যাসটি 'পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিল, তিক্ত বাস্তবতাকে ব্যবচ্ছেদ করেছে'।
কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম 'রিচুয়ালস অভ দ্য ফার্স্ট টাইম' ও 'দ্য ব্রেথ অভ আ নকচারনাল পোয়েম'সহ বেশ কয়েকটি বই লিখেছেন।
২১ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন।
ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, বাসিম জেরুসালেমের আল-কুদস বিশ্ববিদ্যালয়ে নিবন্ধন নিয়ে জেল থেকেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন।