ডিসটোপিয়ান উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য বুকার পেলেন পল লিঞ্চ
২০২৩ সালের বুকার পুরস্কার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। 'প্রফেট সং' উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। ডিসটোপিয়ান এই উপন্যাসে উঠে এসেছে টোটালিটারিয়ান শাসনব্যবস্থার অধীনে ভবিষ্যৎ-আয়ারল্যান্ডের অবস্থা কেমন হবে।
৪৬ বছর বয়সি পল লিঞ্চের সঙ্গে আরও পাঁচজন লেখক সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন।
পল লিঞ্চ হলেন পঞ্চম আইরিশ লেখক যিনি কিনা এই পুরস্কারে সম্মানিত হলেন, জিতলেন বুকার প্রাইজ। তার আগে এই পুরস্কার পেয়েছেন সলমন রুশদি, মার্গারেট অ্যাটউড, হিলারি ম্যান্টেল।
পুরস্কার নিতে উঠে লিঞ্চ জানান, 'এই বইটা লেখাটা অত সহজ ছিল না।' এবারের বুকার পুরস্কার জিতে তিনি ৫০ হাজার পাউন্ড অর্থপুরস্কার পেয়েছেন।
লিঞ্চের 'প্রফেট সং' উপন্যাসে উঠে এসেছে ডাবলিনের আগামী দিনে কী ঘটতে চলেছে, সেই আখ্যান। এক মায়ের গল্প ধরা পড়েছে এতে, যিনি তার চার সন্তানকে বাঁচাতে চাইছেন একনায়কতন্ত্র সরকারের থেকে।
মজার বিষয় হচ্ছে 'প্রফেট সং'-এ বইতে কোনো অনুচ্ছেদ (প্যারাগ্রাফ) নেই। এটাই এ বইয়ের এবং লেখকের বিশেষত্ব। লিঞ্চের এটি পঞ্চম বই যেখানে কোনো অনুচ্ছেদ নেই।
এ বইয়ের বিষয়ে লেখক বলেন, 'আমি যখন বইটা লিখছি তখন আমার অন্দরের বিবেকসম্পন্ন দিক আমাকে বারবার বলেছিল যে আমি এটা লিখে আমার ক্যারিয়ার নষ্ট করছি। তবুও ছাড়তে পারিনি এই বইটা লেখা। আমি জানতাম আমায় এটা যেভাবেই হোক লিখতে হবে।'
এ বইয়ে সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন সুন্দরভাবে ধরা পড়েছে। গল্পটা পড়তে পড়তে পাঠকরা এতটাই মোহিত হয়ে যাবেন যে এটাকেই বাস্তব বলে তারা ধরে নেবেন, এমনকি এখানে যে সতর্কবাণী দেওয়া আছে সেটাও তারা ভুলে যাবেন—এমনটাই জানিয়েছেন বিচারকমণ্ডলীর অন্যতম বিচারক কানাডিয়ান লেখক এসি এডুগান।
বুকার পুরস্কারের জন্য আরও যেসব বই ও লেখক সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল
দ্য বি স্টিং—পল মারে
ওয়েস্টার্ন লেন—চেতনা মারু
দিস আদার ইডেন—পল হার্ডিং
ইফ আই সারভাইভ ইউ—জনাথান এসকফেরি
স্টাডি ফর অবিডিয়েন্স—সারাহ বার্নস্টাইন