গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ: ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি ফরাসি শিক্ষার্থীদের
ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় সপ্তাহের মতো গাজা যুদ্ধের অবসান চেয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করছে। এবার শিক্ষার্থীরা ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে।
প্যারিসের মর্যাদাপূর্ণ সায়েন্সেস পো স্কুলে বৃহস্পতিবার একটি টাউন হল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। কারণ সায়েন্সেস পো স্কুলের অস্থায়ী প্রশাসক শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেছেন।
তাদের দাবি ছিল, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সায়েন্সেস পো স্কুলের সম্পর্ক তদন্ত করবে এমন একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-ও সায়েন্সেস পো স্কুলের কৃতি শিক্ষার্থী।
এর আগে, গত সপ্তাহে প্যারিসের সপ্তম অ্যারোনডিসমেন্ট (জেলা) প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা বলেছে, কর্তৃপক্ষের আচরণে তারা 'হতাশ'।
ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে জানা যায়, প্যালেস্টাইন কমিটি অব সায়েন্সেস পো-র একজন মুখপাত্র বলেছেন, '[তাদের] কোনো অনুরোধ' রাখা হয়নি।
কমিটির প্রধান দাবি, 'জায়নবাদী মতাদর্শ' অনুসরণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।
তারা একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছে, 'ইসরায়েলি অংশীদারিত্বের অবসান ঘটানো হোক। আমরা ইহুদিবাদী মতাদর্শকে সমর্থন করে এমন প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব বা সহযোগিতা বন্ধ করতে চাই। কারণ এগুলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন ও অবিচারকে স্থায়ী করছে।'
সায়েন্সেস পো টাউন হলে কথা বলার সময় ২২ বছর বয়সী মাস্টার্সের শিক্ষার্থী ফিলিপ আশা প্রকাশ করেন, স্কুল হয়ত তাদের দাবি পূরণে কোনো না কোনো পদক্ষেপ নেবে।
তিনি এএফপিকে বলেন, 'আমি আশা করি কর্তৃপক্ষ তাদের ভণ্ডামির অবসান ঘটাবে।'
তিনি আরও বলেন, তারা কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং শিক্ষার্থীদের কাছে তাদের কর্মকাণ্ডের প্রকৃত রূপ ফুটে উঠছে। বিশেষত [ইসরায়েলি] বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে?
সায়েন্সেস পো গ্রেনোবলের প্রায় ১০০ জন শিক্ষার্থী একটি ট্রামওয়ে অবরোধ করে এবং প্ল্যাটফর্মে অবস্থান ধর্মঘট পালন করে।
স্কুলটি ইসরায়েলের নেগেভের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 'তার অংশীদারিত্ব স্থগিত' করার দাবি জানায়।
গ্রেনোবল ছাত্র ইউনিয়নের প্রধান রবিনসন রসি লে মন্ডেকে বলেন, বেরশেবায় অবস্থিত নেগেভের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়টি একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। তারা 'সেনাবাহিনীতে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি এবং আর্থিক সহায়তা দেয়।'
ইসরায়েলে ১৮ বছরের বেশি বয়সী সব নারী-পুরুষের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক।
সায়েন্সেস পো প্যারিসের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেল আবিবের বেসরকারি রিচম্যান বিশ্ববিদ্যালয় এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিনিময়-প্রোগ্রাম অংশীদারিত্ব রয়েছে।
সায়েন্সেস পো'র ফিলিস্তিন কমিটিও ক্যাম্পাসে ফিলিস্তিনি ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করার দাবি জানিয়েছে।
তারা কর্তৃপক্ষের প্রতি 'ইসরায়েলিদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে নীতিগত অবস্থান নেওয়ার' আহ্বান জানিয়েছে।
'শান্তির কণ্ঠস্বর'
সরবোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সিন্ডিকেট অল্টারনেটিভ প্যারিস-১ – এ শুক্রবার বিকালে বিক্ষোভ শুরু হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, 'প্যারিস ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্বের অবসান' এবং 'যারা শান্তির কথা বলছেন তাদের ওপর দমন-পীড়নের অবসান'।
সোমবার ইনস্টাগ্রামে সরবোন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বহন করার একটি ভিডিও পোস্ট করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
এছাড়াও, একটি পোস্টে তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
স্থানীয় ছাত্র সংগঠনগুলোর দেশব্যাপী গ্রুপ ইউনিয়ন এতুদিয়ান্তের পৃষ্ঠপোষকতায় প্যারিসে ৩০ মার্চ অনুষ্ঠিত বিক্ষোভে 'তাৎক্ষণিক ও স্থায়ী' যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে।
ফ্রান্স ২৪-এ পাঠানো এক বিবৃতিতে ইউনিয়ন ফ্রান্সকে 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করতে' এবং গাজা যুদ্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি