২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়!
ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি ভিন্নধর্মী এক রেকর্ড গড়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। তিনি মাত্র ২.৮৮ সেকেন্ডে কম্পিউটারে ইংরেজি বর্ণমালা উলটো ক্রমে টাইপ করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এসকে আশরাফের করা রেকর্ডটির ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, একটি ডেক্সটপ কম্পিউটারে তিনি চোখের পলকে বর্ণমালাগুলো উলটো টাইপ করে ফেলেছেন।
ভিডিওটি ছাড়ার ১২ ঘণ্টার মধ্যেই প্রায় ৭৮ লাখ ভিউ হয়েছে। সময়ের সাথে সাথে ভিউ ও শেয়ারের পরিমাণও হুহু করে বাড়ছে। এক্ষেত্রে অনেকেই যেমন অবাক হয়ে নানা মন্তব্য করছেন তেমনি আবার অনেকে এই রেকর্ড ভাঙবেন বলে নিজের ইচ্ছা প্রকাশ করছেন।
ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী লিখেন, "আজ আমি অন্তত একটি অর্থবহ বিশ্বরেকর্ডের পোস্ট দেখলাম।" আরেকজন মন্তব্য করেন, "তার রেকর্ডে আমরা বেশ গর্বিত।"
গিনেস কর্তৃপক্ষের ব্লগ অনুযায়ী এসকে আশরাফ গত ১৫ ফেব্রুয়ারি রেকর্ডটি গড়েছিলেন। তবে এটি তার প্রথম বিশ্ব রেকর্ড নয়। এরও আগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ক্রমান্বয়ে বর্ণমালা টাইপ করার রেকর্ড গড়েছিলেন তিনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান