৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী!
মাত্র ৭২ ঘণ্টায় প্রায় ৪ হাজার নখে নেইলপলিশ করেছেন নাইজেরিয়ান এক নারী। দেশটির উত্তরাঞ্চলের প্লেটেউ রাজ্যে মাত্র ১৯ বছর বয়সি লিশা ডাকর এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন।
লিশা নখগুলোতে নীল, গোলাপি ও বেগুনি রঙের বাহারি ডিজাইন করেছেন। তার তিনদিনের এই মহাযজ্ঞ গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রুল অনুযায়ী, লিশার রেকর্ড গড়তে হলে প্রতি ঘণ্টায় ৬০টি আঙ্গুলের নখ আঁকতে হবে। এক্ষেত্রে সংস্থাটি বর্তমানে এই নারীর ৪ হাজার নেইলপলিশ করার যে দাবি, সেটি রিভিউ করছে।
লিশা জানান, তিনি তার মতো কিশোরী মায়েদের সম্পর্কে প্রথাগত ধারণার পরিবর্তন আনতে চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন।
তিনি বিবিসিকে বলেন, "আমি মানুষকে আশা দিতে চাই, বিশেষ করে যারা সিংগেল মাদার, তাদের। কারণ অনেকে মনে করেন, আমাদের করার মতো কিছু নেই।"
লিশা নেইল টেকনিশিয়ান হিসেবে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। তিনি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নারীদের এগিয়ে নিতে কাজ করতে চান।
লিশা আশা প্রকাশ করেন যে, তার রেকর্ড গড়ার চেষ্টা রাজ্যটিকে স্মরণীয় করে রাখবে। অঞ্চলটিতে কয়েক দশক ধরে বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যেকার সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
লিশা বলেন, "মানুষ অনেকটা না জেনেই আমাদের রাজ্যটিকে বিবেচনা করে। জাতিগত সমস্যাগুলি বাদ দিলে এটি একটি সুন্দর জায়গা। আমার এই কাজ শুরু করার পর সবার সমর্থন পেয়েছি।"
অনুবাদ: মোঃ রাফিজ খান