পিজ্জা বক্সের সঙ্গে সিভি যুক্ত করে চাকরির আবেদন; পেলেন ইন্টারভিউয়ের শতভাগ নিশ্চয়তা!
সময়ের সাথে সাথে চাকরির আবেদন করার ধরণে আসছে নতুনত্ব। প্রথাগত কাভার লেটার ও সিভি জমা দেওয়ার দিন যেন বেশ পুরনো হয়েছে। এক্ষেত্রে চাকরিপ্রত্যাশীরা নিজেদের ইউনিক ট্যালেন্ট সৃজনশীল উপায়ে উপস্থাপনের মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা করছে।
ঠিক এমনি এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মার্কিন কোম্পানি 'এন্টিমেটাল'-এর সিইও ম্যাথিউ পার্কহার্স্ট। এই কর্পোরেট বস পিজা বক্সে ডেভিড নামের এক ইন্টারশিপ প্রত্যাশীর আবেদন পেয়েছিলেন। বক্সের উপর প্রান্তে সিভি যুক্ত করা ছিল।
পিজা বক্সে আবেদনকারী একইসাথে নিজের হাতের লেখা একটি নোট শেয়ার করেছেন। যেখানে তিনি কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং বিভাগে ইন্টার্ন পদে যুক্ত হওয়ার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। একইসাথে অনেকটা ঠাট্টা করে তিনি পিজা পাঠানোকে তার স্কিল ও ওয়েবসাইট যাচাই করে দেখার 'ঘুষ' হিসেবে উল্লেখ করেন।
ঘটনাটি ম্যাথিউ মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ শেয়ার করেছেন। সেই থেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা জানতে চাচ্ছেন যে, এমতবস্থায় ডেভিড ঐ কোম্পানিতে ইন্টার্নশিপ অফার পাবেন কি-না।
এক্ষেত্রে ম্যাথিউ জানান, তিনি আইডিয়াটি পছন্দ করেছেন। সেক্ষেত্রে ডেভিড অবশ্যই ইন্টারভিউ প্রদানের শতভাগ সুযোগ পাবেন।
এদিকে গত মাসে এক সাবেক প্রোডাক্ট ম্যানেজার মার্টা পুয়ের্তো নিজের রিজিউম ভিডিও আকারে তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। চাকরি হারানোর পর বাজারে নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতে তিনি এই পন্থা বেঁছে নিয়েছেন।
যেখানে মার্টা অনেকটা আনন্দদায়ক উপায়ে নিজের স্কিল ও অভিজ্ঞতা ভিডিওতে তুলে ধরেছেন। সেখানে তাকে একটি একটি করে মোট ছয়টি ভাষার নির্বিঘ্নে কথা বলতে দেখা যায়। একইসাথে নিজের দক্ষতা তুলে ধরতে তিনি নিজেকেই পণ্য হিসাবে মার্কেটিং করে দেখান।
মার্টার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকেই তার সৃজনশীলতার প্রশংসা করছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান