গাজায় ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
গাজায় 'গণহত্যা' সংঘটিত হচ্ছে বলে মনে করে না মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে আরও চেষ্টা করতে হবে বলে আশা করছে হোয়াইট হাউজ।
প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল (সোমবার) এমন মন্তব্য করেছেন। একইসাথে তিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হামাসের উপর ন্যস্ত।
ব্রিফিংয়ে সুলিভান বলেন, "আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ইসরায়েলকে আরও চেষ্টা করতে হবে। গাজায় যা ঘটছে তা 'গণহত্যা' বলে আমরা মনে করি না।"
এক্ষেত্রে সুলিভান জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত শব্দটি ব্যবহার করেছে। যেক্ষেত্রে উদ্দেশ্যের উপর ফোকাস করা হয়েছে।
সুলিভান আরও বলেন, "বাইডেন হামাসকে পরাজিত দেখতে চায়। কিন্তু এটাও বুঝতে পারছে যে, ফিলিস্তিনি নাগরিকরা 'নরকে' রয়েছেন।"
ইসরায়েলের রাফাহ আক্রমণের পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জনমত তৈরি হয়েছে। এক্ষেত্রে বাইডেন রিপাবলিকানদের কাছ থেকে তেল আবিবের কাছে অস্ত্রের চালান বন্ধে মুখে পড়েছেন। একইসাথে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে দেশটির বিশ্ববিদ্যালয়গুলিতেও বিক্ষোভ হয়েছে।
সুলিভান বলেন, "মার্কিন প্রেসিডেন্ট মনে করেন যে, রাফায় অপারেশন 'একটি কৌশলগত সমাপ্তির সাথে যুক্ত হতে হবে। যা এই প্রশ্নেরও উত্তর দেবে যে, 'এরপর কী হবে?'।"
সুলিভান আরও বলেন, "এমন পদক্ষেপ ইসরায়েলকে চলতেই থাকা 'বিদ্রোহবিরোধী অভিযানে জড়িয়ে পড়া' থেকে রক্ষা করবে। এমনটা হলে শেষ পর্যন্ত তা ইসরায়েলের জীবনীশক্তি নষ্ট করবে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান