গাজা যুদ্ধে মার্কিন নীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার পদত্যাগ
গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা লিলি গ্রিনবার্গ কল পদত্যাগ করেছেন। তিনি মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী ছিলেন।
লিলি গ্রিনবার্গ প্রথম ইহুদি মার্কিন প্রশাসনিক কর্মকর্তা যিনি গাজা যুদ্ধে মার্কিন নীতির প্রতি প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি বাইডেন ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার জন্য কাজ করেছিলেন এবং সরকারি কর্মকর্তা হিসেবে যোগদানের আগে ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলের পক্ষে দীর্ঘদিন ওকালতি করেছেন।
লিলি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চালানো সাত মাসের যুদ্ধে বাইডেন প্রশাসনের সামরিক ও কূটনৈতিক সমর্থনের প্রতিবাদে জনসম্মুখে পদত্যাগ করা পঞ্চম জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।
পদত্যাগ পত্রে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানালেও তিনি লিখেছেন, "আমি আর ভালো বিবেক নিয়ে এ প্রশাসনের প্রতিনিধিত্ব করতে পারছি না।"
সম্প্রতি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েল না থাকলে পৃথিবীতে নিরাপদ আছেন, এমন ইহুদি ব্যক্তি থাকতো না। তিনি বলেছিলেন, ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল তা ইহুদিদের নির্মূল করার অতীত আকাঙ্ক্ষা থেকে পরিচালিত হয়েছে।
বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে লিলি বলেছেন, তিনি (বাইডেন) যুদ্ধের জন্য ইহুদিদের নাম ব্যবহার করছেন যেটি খুবই ভুল কাজ। তিনি বলেছেন, তার পূর্বপুরুষরা রাষ্ট্রের নিপীড়ন থেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।
গতবছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়ে এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। হামলার পরেই হামাসকে নির্মূল করার অভিপ্রায়ে ইসরায়েল গাজায় পালটা হামলা চালানো শুরু করে। এতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এদিকে বাইডেন প্রশাসন থেকে শুধু হামাসের ওপরেই হামলা চালানোর জন্য নেতানিয়াহুর কাছে অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রশাসন থেকে বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। জনবহুল স্থানে হামলা চালানোর আশঙ্কা থেকে সম্প্রতি ইসরায়েলে বোমার একটি চালান স্থগিত করেছে মার্কিন প্রশাসন।
চলমান যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে লিলি বলেছেন, প্রেসিডেন্টের জানা উচিত যে তার প্রশাসনে এমন লোক আছে যারা বুঝতে পারছে পরিস্থিতি ভয়ানক।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়