রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি
সম্পদের দিক থেকে রাজা চার্লসকে ছাড়িয়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি দম্পতি।
সম্প্রতি প্রকাশিত সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী, যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় ঋষি সুনাক রয়েছেন ২৪৫ নম্বরে, যেখানে রাজা চার্লসের অবস্থান ২৫৮ তম।
যুক্তরাজ্যে বসবাসকারী শীর্ষ এক হাজার ধনী ব্যক্তি ও পরিবারের সম্পদের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, গত বছর ঋষি-অক্ষতা দম্পতির ব্যক্তিগত সম্পদ বেড়েছে ১২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। তারা বর্তমানে ৬৫১ মিলিয়ন পাউন্ডের মালিক। ২০২৩ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল ৫২৯ মিলিয়ন পাউন্ড।
গত বছর এ দম্পতির সম্পদবৃদ্ধিতে ভূমিকা রেখেছিল ইনফোসিস-এ থাকা অক্ষতা মূ্র্তির মালিকানা। ৭০ বিলিয়ন ডলারের ভারতীয় এ তথ্যপ্রযুক্তি ফার্মটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন তার ধনকুবের বাবা। ওই বছর অক্ষতার শেয়ারের মূল্যমান ১০৮ মিলিয়ন পাউন্ড বেড়ে প্রায় ৫৯০ মিলিয়ন পাউন্ডে দাঁড়ায়।
তবে ২০২২ সালের সম্পদের তুলনায় এ বছর এ দম্পতির সম্পদের পরিমাণ কম। ২০২২ সালে ঋষি-অক্ষতার সম্পদ অনুমান করা হয়েছিল ৭৩০ মিলিয়ন পাউন্ড।
ঋষির পরিবারের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। জীবনের ২০-এর কোঠার বেশিরভাগ ও ৩০-এর দশকের শুরুটা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে কাটিয়েছিলেন ঋষি। সেখানে স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে অক্ষতার সঙ্গে পরিচয় হয় তার।
স্কাই নিউজের খবরে বলা হয়েছে, তালিকার ৩৫০ জন ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদের পরিমাণ ৭৯৫ বিলিয়ন পাউন্ড, যা পোল্যান্ডের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি।
এ তালিকায় এবারও শীর্ষে রয়েছেন হিন্দুজা গ্রুপের চেয়ারপারসন গোপীচাঁদ হিন্দুজা। তার সম্পদের পরিমাণ ৩৭.১৯৬ বিলিয়ন পাউন্ড। গত বছরও তিনি তালিকার শীর্ষে ছিলেন।
অনুবাদ: রেদওয়ানুল হক