রাফায় অভিযান সম্প্রসারণ করবে ইসরায়েল: গ্যালান্ট
দক্ষিণ গাজার রাফাহ শহরে সামরিক অভিযান সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সম্প্রতি এক বৈঠকে তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে বলেছেন, তার দেশ দক্ষিণ গাজার রাফাহতে অভিযান সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।
এক বিবৃতিতে গ্যালান্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 'হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের উদ্ধারে শেষ পর্যন্ত রাফাহতে স্থল অভিযান সম্প্রসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
গ্যালান্ট দাবি করেন, রাফার বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়ার তৎপরতায় সামঞ্জস্য করছে ইসরায়েল।
জাতিসংঘের শরণার্থী সংস্থার অনুমিত হিসাব অনুযায়ী, দুই সপ্তাহেরও বেশি সময় আগে ইসরায়েল রাফাহতে অভিযান শুরুর পর থেকে শহরটির প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যূত হয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ হাজার ৪৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ১৩৯ জন।
অনুবাদ: রেদওয়ানুল হক