মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বের হতেই স্লোগান ‘চোর চোর’
ভোট দিতে এসে 'চোর চোর' স্লোগান শুনলেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ঘটনায় আজ শনিবার (১ জুন) পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।
কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বেলগাছিয়ায় এ ঘটনা ঘটেছে নির্বাচনের সপ্তম ধাপের (শেষ ধাপ) ভোট গ্রহণের সময়।
এ ঘটনায় বেশ ঘাবড়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আজ সকালে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/ ২৪৮ নম্বর বুথে ভোট দেন মিঠুন চক্রবর্তী।
স্লোগান দেয়া তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা বলেছেন, 'মিঠুন চক্রবর্তী চোর। তিনি সিপিএম, তৃণমূল এবং বিজেপি সহ তিন পার্টির থেকে সুবিধা নিয়েছেন। তাই আজ তাকে চোর স্লোগান শুনতে হয়েছে।'
অন্যদিকে মিঠুন চক্রবর্তী আজ ভিভিআইপি'র লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন এলাকার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর।
তবে মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এ অশান্তি করে কোনো লাভ হবে না। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমার দল আমাকে ৩০ জুন পর্যন্ত কাজ করতে বলেছিল। আমি প্রচারক হিসাবে কাজ করেছি।"
তিনি আরো বলেন, "আমার রাজনীতির কাজ শেষ। এবার আমি আমার পেশায় প্রবেশ করব। সিনেমা নিয়ে কথা বলবো।"
উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায় যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।