বুথফেরত সমীক্ষা ভুয়া, আমরা নিশ্চিত অনেক বেশি আসন পাব: মমতা
বুথফেরত সমীক্ষাকে 'ফেক' বা ভুয়া বলে অভিহিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকা।
সম্প্রতি দেশটির 'টিভি নাইন' চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই তৃণমূল নেত্রী বলেন, 'আমাদের রাজ্য নিয়ে যে জরিপ দেখানো হচ্ছে, আমি সেটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেইগ এবং ফেক।'
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি— শনিবার সপ্তম দফার ভোট শেষে একাধিক বুথফেরত সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
এই তথ্যকে 'ফেক' বলে অভিহিত করেছেন মমতা।
মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ''সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে উনি জিতবে, অমুক আসনে তিনি জিতবে? আমি এসব সংবাদমাধ্যমের হিসাব মানি না। আমার দলের কর্মীদের বলব শক্ত থাকতে। এসব সংবাদমাধ্যম যা দেখিয়েছে আমরা তার দ্বিগুণ আসন পাব।'
পশ্চিমবঙ্গে তৃণমূল কতগুলো আসন পেরে পারে-এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী বলেন, 'আমি কোনো সংখ্যা বলব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।'