মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করা হবে
ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মালদ্বীপে ইসরায়েলিদের নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে মুসলিম অধ্যুষিত দেশটির জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২ জুন) মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভায় ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি তদারকি করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ফিলিস্তিনিদের চাহিদা মূল্যায়ন করতে এবং তহবিল সংগ্রহের অভিযান শুরু করার জন্য একজন বিশেষ দূত নিয়োগ করবেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমারস্টেইন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসরায়েলিদের বিদেশি পাসপোর্ট সহ মালদ্বীপে যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে যারা মালদ্বীপে অবস্থান করছেন তারা চলে যাওয়ার কথা বিবেচনা করছেন।
গত বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন যা মোট পর্যটক আগমনের ০.৬ শতাংশ ছিল।