নির্বাচনে বিজেপির ‘নৈতিক পরাজয়’ হয়েছে: কংগ্রেস নেতা
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই নির্বাচনের ফলাফলকে বিজেপির জন্য 'নৈতিক পরাজয়' বলে অভিহিত করেছেন। তিনি নরেন্দ্র মোদিকে 'নিজের ব্যাগ নিয়ে হিমালয়ের উদ্দেশে যাত্রা করার' পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) এক্স-এ দেওয়া আরেক পোস্টে এই কংগ্রেস নেতা বলেছেন, প্রধানমন্ত্রী 'নিজেকে বিস্ময়কর মানুষ হিসেবে ভান করতেন', তবে নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখেই বোঝা যায় যে তিনি তেমন কিছু নন।
তিনি মোদির উদ্দেশে বলেছেন, 'নৈতিক দায়িত্ব পালন করুন এবং পদত্যাগ করুন। নির্বাচন এই বার্তাই দিচ্ছে।'
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মোদি অনেক দল ভেঙেছেন, মানুষ তার মনোবল ভেঙেছে।'
তিনি বলেন, মোদি এবং তার দল তাদের 'ঔদ্ধত্যের' কারণে হেরেছে।
তৃণমূল সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আমি খুশি। তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, 'অবিলম্বে তার পদত্যাগ করা উচিত।'
মমতা বলেন, 'এত অত্যাচার করার পরও, এত টাকা খরচ করার পরও, এই ঔদ্ধত্য... ভারত জিতেছে, মোদি হেরেছেন। এমনকি তারা অযোধ্যায়ও হেরে গেছে।'
তিনি উত্তর প্রদেশ রাজ্যের সেই শহরের কথা উল্লেখ করেছেন, যেখানে মোদি তার নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এই বছরের শুরুতে একটি বিশাল হিন্দু মন্দির উদ্বোধন করেছিলেন।
১৯৯২ সালে অযোধ্যায় ষোড়শ শতাব্দীর একটি মসজিদ ভেঙে দেয় উগ্র হিন্দু জনতা।
মোদির বিজেপির দাবি, তাদের দেবতা রাম যেখানে জন্মেছিলেন, ঠিক সেখানেই মসজিদটি দাঁড়িয়ে ছিল। এই ধ্বংস ভারতজুড়ে মারাত্মক দাঙ্গার সূত্রপাত করে এবং বিজেপিকে রাজনীতির মূলধারায় নিয়ে আসে।