সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ২৯২ টিতে জিতেছে।
তবে ক্ষমতাসীন জোটের আসন প্রাপ্তি বুথফেরত জরিপের তুলনায় অনেক কম। বিরোধী জোট ইনডিয়া ২৩৩টি আসন জিতেছে। অর্থাৎ বলা যায় বিজেপির প্রায় সমানে সমানে লড়েছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন থেকে মাত্র ৩৯টি আসন কম পেয়েছে।
লোকসভা নির্বাচনের আগে ভারতের তুমুল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে একাধিক ভিডিও তৈরি করেছিলেন।
তিনি এই নির্বাচনের ফলাফলকে সাধারণ মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।
রাঠি এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, 'একজন সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না।'
এই পুরো নির্বাচনের সময় ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন নীতি এবং সামাজিক বিভিন্ন সংকট নিয়ে সরকারের সমালোচনা করেছেন। তার চ্যানেলটি ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
বুথফেরত জরিপগুলো এবার কংগ্রেসের আরও একবার ভরাডুবির পূর্বাভাস দিয়েছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেস কয়েকধাপ উন্নতি করেছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, কংগ্রেস পেতে পারে ৯৯টি আসন, যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দখলে থাকা ৫২টি আসনের চেয়ে অনেকটাই বেশি।
নির্বাচনের ফলাফল দেখে অনেকের রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে।
নির্বাচনে নরেন্দ্র মোদীর দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, এমন ইঙ্গিতের পর ভারতের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দেশটির শেয়ারবাজার মার্কেট ভ্যালু হিসেবে ৩৮৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
শেয়ারবাজারের বড় রকমের পতনের মধ্যেই মঙ্গলবার (৪ জুন) আদানি গ্রুপ ৪৫ বিলিয়ন ডলার হারিয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেও শেয়ার বাজারে একদিনে এত বড় ধসের মুখোমুখি হয়নি আদানি গ্রুপ।
অথচ অল্প কিছুদিন আগেই মুকেশ আম্বানিকে টপকে আবারো এশিয়ার সর্বোচ্চ ধনীর আসনটি নিজের করে নিয়েছিলে গৌতম আদানি।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কমপক্ষে তিনটি আঞ্চলিক দলের উপর নির্ভর করবেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি