চীনের সবচেয়ে উঁচু জলপ্রপাতের পানি আসছে ওপরে থাকা পাইপ থেকে!
চীনের একটি জলপ্রপাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্ক। একজন পর্বতারোহী একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে চীনের সবচেয়ে উঁচু নিরবচ্ছিন্ন জলপ্রপাত হিসেবে পরিচিত ইউনতাই পর্বত জলপ্রপাত থেকে জলের প্রবাহ পাথরের মুখে উঁচু করে তৈরি করা একটি পাইপ থেকে আসছে। খবর বিবিসি'র।
সোমবার প্রথম পোস্ট করার পর থেকে ক্লিপটি ৭০ হাজারেরও বেশি বার লাইক করা হয়েছে।
ইউনতাই ট্যুরিজম পার্কের কর্মকর্তারা বলছেন যে তারা একটি 'ছোট পরিবর্ধন' এনেছেন যাতে শুষ্ক মৌসুমেও দর্শনার্থীরা তাদের জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
'ফারিসভভ' নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি সমস্ত কষ্ট সহ্য করে ইউনতাই জলপ্রপাত দেখতে গিয়েছিলাম শুধু কিনা একটি পাইপ দেখার জন্য!'
ভিডিওটি ওয়েইবোতে ১৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ডোয়িনে প্রায় ১০ মিলিয়ন বার দেখা হয়েছে। এ নিয়ে হৈচৈ শুরু হয়ে যাওয়ায় স্থানীয় সরকারি কর্মকর্তাদের তদন্তের জন্য পার্কে পাঠানো হয়েছিল। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি অনুসারে, কর্মকর্তারা পার্ক অপারেটরদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে এবং কোনো পরিবর্তন আনলে পর্যটকদের তা সম্পর্কে আগাম অবহিত করতে বলেছেন।
পরে জলপ্রপাতের পক্ষ থেকে পার্ক কর্তৃপক্ষ একটি পোস্টে বলে, 'সবার সঙ্গে এভাবে দেখা হবে ভাবিনি। সব মৌসুমেই যে আপনি আমাকে সুন্দররূপে দেখবেন তার নিশ্চয়তা আমি দিতে পারি না। এজন্য আমি শুকনো মৌসুমে একটি ছোট পরিবর্ধন করেছি যাতে আমার বন্ধুরা আমার সৌন্দর্য উপভোগ করতে পারে।'
মধ্য হেনান প্রদেশে অবস্থিত ইউনতাই জলপ্রপাতটি ৩১২ মিটার উঁচু এবং ইউনেস্কোর গ্লোবাল জিওপার্কের ইউনতাই মাউন্টেন জিওপার্কের অংশ।
পার্কের কর্মকর্তারা সিসিটিভিকে বলেছেন যে, তারা জলপ্রপাতটিতে জল পাম্প করার জন্য যে জল ব্যবহার করেছিলেন তা ঝর্ণার জল ছিল, এটি প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করবে না।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই পরিস্থিতি বুঝতে পেরেছেন। এক ব্যবহারকারী ওয়েইবোতে লিখেছেন, 'আমি মনে করি এটি একটি ভালো কাজ। অন্যথায় সেখানে গিয়ে কিছু না দেখলে মানুষ হতাশ হবে।'
তবে সমালোচনাও ছিল। একজন ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, 'এই পদক্ষেপ প্রাকৃতিক শৃঙ্খলাকে এবং পর্যটকদের সম্মান করছে না।' আরেকজন মন্তব্য করেছেন, 'কীভাবে এটিকে আর এক নম্বর জলপ্রপাত বলা যেতে পারে?'
চীনের বিখ্যাত জলপ্রপাতগুলোকে সহায়তা করার জন্য কৃত্রিম ব্যবস্থা ব্যবহার করা এই প্রথম নয়। ২০০৬ সাল থেকে, গুইঝু প্রদেশের হুয়াংগুওশু জলপ্রপাত শুষ্ক মৌসুমে নিকটবর্তী বাঁধের পানি দিয়ে তার প্রবাহ বজায় রেখেছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন