রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
ক্রেমলিনের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনে রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তৈরি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২০ জুন) মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো বলেন, প্রতিষ্ঠানটির (ক্যাসপারস্কি) ওপর মস্কোর প্রভাব মার্কিন অবকাঠামো এবং পরিষেবার জন্য উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হতে পারে বলে জানা গেছে।
তিনি বলেন, "আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো নিজ স্বার্থে ব্যবহারের রুশ সামর্থ্য ও অভিপ্রায়" এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
ক্যাসপারস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে আর সফটওয়্যার বিক্রি করতে পারবে না এবং ইতোমধ্যেই বিক্রি করা সফটওয়্যার আর আপডেট দিতে পারবে না বলে জানিয়েছে মার্কিন কমার্স ডিপার্টমেন্ট (বাণিজ্য বিভাগ)।
ক্যাসপারস্কি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার জন্য সকল আইনি বিকল্প অনুসরণ করার কথা জানিয়েছে। মার্কিন নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়ার মতো কোনো কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই নিষেধাজ্ঞা পরিকল্পনায় রাশিয়া এবং চীনের মতো 'বিদেশি প্রতিপক্ষ' দেশগুলোর সাথে মার্কিন বিভিন্ন সংস্থা ও প্রযুক্তি সংস্থার মধ্যকার লেনদেন নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার জন্য 'ট্রাম্প প্রশাসনের তৈরি করা বিস্তৃত ক্ষমতা' ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনবিক্রয় ও পণ্যের লাইসেন্সিং ডাউনলোড নিষিদ্ধ করা হবে। পরিকল্পনা ঘোষণার ৩০ দিনের মধ্যে ক্যাসপারস্কির ব্যবসা সীমাবদ্ধ করা হবে।
বিধিনিষেধ লঙ্ঘনকারী বিক্রেতাদের বাণিজ্য বিভাগ থেকে জরিমানা করা হবে। মার্কিন বাণিজ্য বিভাগ রুশ সামরিক গোয়েন্দাদের সহযোগিতা করার অভিযোগে ক্যাসপারস্কির দুটি রুশ-ভিত্তিক এবং একটি যুক্তরাজ্য-ভিত্তিক ইউনিট তালিকাভুক্ত করবে।
ক্যাসপারস্কি দীর্ঘদিন থেকেই মার্কিন নিয়ন্ত্রকদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। ২০১৭ সালে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রুশ গোয়েন্দাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগে ফেডারেল নেটওয়ার্ক থেকে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস পণ্য নিষিদ্ধ করেছিল।
বহুজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর মস্কোতে হলেও বিশ্বের ৩১টি দেশে এর কার্যালয় রয়েছে। প্রায় ২০ টিরও বেশি দেশের ৪০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী এবং ২ লাখ ৭০ হাজার কর্পোরেট গ্রাহকদের ক্যাসপারস্কি নিয়মিত পরিষেবা দিচ্ছে বলে মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কতজন গ্রাহকের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পরবে তা গোপন রাখা হয়েছে।
তবে মার্কিন বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যাস্পারস্কির পণ্য ব্যবহারকারী মার্কিন গ্রাহকদের সংখ্যা "উল্লেখযোগ্য" পরিমাণের এবং এতে রাজ্য ও স্থানীয় সরকারসহ এমন সব প্রতিষ্ঠান রয়েছে যেগুলো টেলিযোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়