ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আর্মেনিয়া
এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া। শুক্রবার (২১ জুন) আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়া অবিলম্বে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে আর্মেনিয়া স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে 'তিরস্কার' করার জন্য তলব করেছে।
পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আর্মেনিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে, 'এই স্বীকৃতি দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখবে।'
এর আগে পশ্চিমা দেশগুলোর মধ্যে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর গত মাসে মাদ্রিদ, ডাবলিন ও অসলো থেকে ইসরায়েল তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি