প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে গ্রেপ্তার মালদ্বীপের জলবায়ু প্রতিমন্ত্রী
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে 'কালো জাদু' করার অভিযোগে মালদ্বীপের একজন পরিবেশমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার (২৭ জুন) জানিয়েছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে 'কালো জাদু' করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাতিমাথ শামনাজ আলী সালিমসহ আরও দুজনকে রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ এই প্রতিবেদনের সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।
জলবায়ু সংকটের অন্যতম ভুক্তভোগী একটি দেশে তার অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় মালদ্বীপ মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামী আইনে এই অপরাধে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
দেশটির বহু মানুষ বহুবছর ধরে জাদুবিদ্যা চর্চা করে আসছে। তারা বিশ্বাস করে এর মাধ্যমে তারা বিশেষ অনুগ্রহ লাভ করতে এবং বিরোধীদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
দীর্ঘ পুলিশি তদন্তের পর গত সপ্তাহে মিহারু নিউজ সাইট জানায়, ২০২৩ সালের এপ্রিলে মানাধুতে ৬২ বছর বয়সী এক নারীকে তিন প্রতিবেশী ছুরিকাঘাত করে হত্যা করে। ওই নারীর বিরুদ্ধে জাদুবিদ্যা চর্চা করার অভিযোগ তোলা হয়।
তবে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের শিকার নারী জাদুবিদ্যা করেছেন এমন কোনো প্রমাণ তারা পাননি।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি