বিশ্বের যেসব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বর্তমানের সর্বাধিক বিলিওনিয়ার!
মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় ৭০০ বিলিওনিয়ার। এক্ষেত্রে বর্তমানের অতিধনীদের অনেকেই নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।
গত জুন মাসে ফোর্বস অ্যালামনাই নেটওয়ার্কে সবচেয়ে বেশি সংখ্যক বিলিওনিয়ার থাকা ১২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এগুলোতে থাকা বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে এক্ষেত্রে বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গের মতো ড্রপআউট শিক্ষার্থীদের বিবেচনায় আনা হয়নি। এক্ষেত্রে এই দুইজনের মোট সম্পদের পরিমাণ ২৬১ বিলিয়ন ডলার।
১। পেনিসেলভানিয়া ইউনিভার্সিটি
বর্তমানের মোট ৩৬ জন বিলিওনিয়ার পেনিসেলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এখানকার অ্যালামনাইদের মধ্যে রয়েছে টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিশ্বের সর্বোচ্চ এই ধনীর সম্পদের পরিমাণ ২১১.১ বিলিয়ন ডলার। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়য়ের অ্যালামনাইদের মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডিজাইনার টরি বার্চ প্রমুখ।
২। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে বর্তমানের মোট ৩০ জন বিলিয়নিয়ার পাশ করেছেন। যাদের মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে রয়েছে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পাইজেল। ২০১১ সালে তিনি ববি মরফির সাথে বর্তমানের এই অ্যাপটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির অন্যান্য অ্যালামনাইদের মধ্যে রয়েছে ডোরড্যাশের প্রতিষ্ঠাতা এন্ডি ফ্যাঞ্জ ও ষ্ট্যানলি ট্যাঞ্জ।
৩। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
বর্তমানের মোট ২৮ জন বিলিওনিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। যাদের মধ্যে রয়েছেন এয়ারবিএনবির সহ-প্রতিষ্ঠাতা নাথান ব্লেচারজিক। তিনি বিশ্ববিদ্যালয়টি থেকে ২০০৫ সালে কম্পিউটার সাইন্সে পাশ করেন। এছাড়াও গ্রাজুয়েট করা অন্য বিলিওনিয়ারদের মধ্যে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান টম ওয়ারনার ও স্যাম এডামসের জিম কোচ অন্যতম।
৪। ইয়েল ইউনিভার্সিটি
বর্তমানের মোট ১৯ জন বিলিওনিয়ার ইয়েল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ১৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এর গ্রাজুয়েটদের মধ্যে ফেডএক্স প্রতিষ্ঠাতা ফ্রেড স্মিথ এবং প্রিন্টারেস্টের দুই প্রতিষ্ঠাতা বেন সিলবারম্যান ও পল সিয়াররা অন্যতম।
৫। কর্নেল ইউনিভার্সিটি
কর্নেল ইউনিভার্সিটি থেকে মোট ১৩ জন বিলিওনিয়ার পাশ করেছেন। যাদের মোট সম্পদের পরিমাণ ৬০.৪ বিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে রবার্ট এফ স্মিথ. অন্যতম। যিনি কি-না যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের মধ্যে সবচেয়ে ধনী।
স্মিথ ১৮৫ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেন। তিনি ভিস্তা ইকুয়িটি পার্টনারসের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও হিসেবে এই সম্পদ আয় করেছেন। এছাড়াও অন্যান্য অ্যালামনাইদের মধ্যে রয়েছে মর্ডানার সহ-প্রতিষ্ঠাতা রবার্ট ল্যাঞ্জার ও পিপলসফটের সহ-প্রতিষ্ঠাতা ডেভিড ডাফফিল্ড।
৬। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি
খেলোয়াড়দের জন্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বেশ বিখ্যাত। তবে পাশাপাশি এটি থেকে পাশ করেছেন মোট ১২ জন বিলিওনিয়ার। তাদের মোট সম্পদের পরিমাণ ৭২.৫ বিলিয়ন ডলার।
বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাইদের মধ্যে রয়েছে স্টার ওয়ারস ইউনিভার্স খ্যাত সিনেমা নির্মাতা জর্জ লুকাস। তার সম্পদের পরিমাণ ৫.৩ বিলিয়ন ডলার। এছাড়াও অ্যালামনাইদের মধ্যে রিয়েল এস্টেট মুঘল রিক কারুসো ও এডওয়ার্ড রস্কির মতো বিলিয়নিয়ার অন্যতম।
৭। প্রিন্সটন ইউনিভার্সিটি
নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে মোট ১২ জন বিলিয়নিয়ার পাশ করেছেন। যাদের মোট সম্পদের পরিমাণ ২৯২ বিলিয়ন মার্কিন ডলার। তাদের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অন্যতম। যার মোট সম্পদের পরিমাণ ২০৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববিদ্যালয়টির অন্যান্য বিলিওনিয়ার অ্যালামনাইদের মধ্যে গুগলের সাবেক সিইও এরিক শ্মিট ও ইবে এর সিইও মেগ হুইটম্যান অন্যতম।
৮। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)
এমআইটি থেকে পাশ করেছেন বর্তমানের মোট ১১ জন বিলিওনিয়ার। যাদের মোট সম্পদের পরিমাণ ৮৮.৩ বিলিয়ন ডলার। এদের মধ্যে এডভান্স মাইক্রো ডিভাইসের সিইও লিসা সু অন্যতম। যিনি ১৯৯৪ সালে পাশ করেছিলেন। এছাড়াও অন্যান্য অ্যালামনাইদের মধ্যে ড্রপবক্স প্রতিষ্ঠাতা ড্রিই হস্টন ও আরাশ ফেরদৌসি অন্যতম।
৯। ডার্টমাউথ কলেজ
ডার্টমাউথ কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বিলিওনিয়ার রয়েছেন মোট ১১ জন। এর অ্যালামনাইদের মধ্যে রয়েছে লোন পাইন ক্যাপিটাল হেডজ ফান্ডের প্রতিষ্ঠাতা স্টিফেন ম্যান্ডেল জুনিওর। তিনি একইসাথে ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টের চেয়ারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অ্যালামনাই হিসেবে রয়েছেন এপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা লিওন ব্ল্যাক। তিনি হ্যানয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিউ হ্যাম্পশায়ারের ক্যাম্পাসে ব্ল্যাক ফ্যামিলি ভিজুয়াল আর্টস সেন্টারে ৪৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিয়েছিলেন।
১০। কলম্বিয়া ইউনিভার্সিটি
বর্তমানে মোট ১১ জন বিলিওনিয়ার রয়েছেন যারা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ৪৯.৫ বিলিয়ন ডলার। এদের মধ্যে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট নামের মার্কিন ফুটবল টিমের মালিক রবার্ট ক্রাফট অন্যতম। তার মোট সম্পদের পরিমাণ ১১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও অন্যান্য অ্যালামনাইদের মধ্যে মিডিয়াকমের প্রতিষ্ঠাতা রক্কো কমিসসো ও থার্ড পয়েন্ট হেডজের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লয়েব অন্যতম।
১১। মিশিগান ইউনিভার্সিটি
মিশিয়ান ইউনিভার্সিটির অ্যালামনাইদের মধ্যে মোট ১০ জন বিলিওনিয়ার রয়েছেন। যাদের মোট সম্পদের পরিমাণ ১৮১ বিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে সবচেয়ে ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। যার সম্পদের পরিমাণ ১৪৬.১ বিলিয়ন। অন্যান্য বিলিওনিয়ার অ্যালামনাইদের মধ্যে রয়েছে রিলেটেড কোম্পানিসের সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন রস এবং গ্রুপঅনের সহ-প্রতিষ্ঠাতা এরিক লেফকফস্কাই।
১২। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি
বর্তমানে মোট ১০ জন বিলিওনিয়ার রয়েছেন যারা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েট। যাদের মোট সম্পদের পরিমাণ ৩০.৪ বিলিয়ন ডলার। এক্ষেত্রে সবচেয়ে ধনী হচ্ছেন মাইক্রোসফটের ডেভেলপার চার্লস সিমোনি। যার সম্পদের পরিমাণ ৭.৭ বিলিয়ন ডলার।
অনুবাদ: মোঃ রাফিজ খান