ইসরায়েলি বিমান হামলায় গাজার স্কুলে অন্তত ১৬ জন নিহত
গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। এ হামলায় আহত হয়েছেন আরও ডজনখানেক। খবর বিবিসির।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভবনটিতে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা "আল-জাউনি স্কুল এলাকায় অবস্থিত কাঠামোতে বেশ কয়েকজন সন্ত্রাসীকে" লক্ষ্য করে আঘাত হেনেছে।
এদিকে, ক্যাম্পের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, বাজারের কাছে অবস্থিত স্কুলের ওপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
বিবিসি প্রতিবেদন অনুসারে, ওই ভবনে অন্তত ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন।
বার্তাসংস্থা এএফপিকে এক নারী জানান, ভবনটির ভেতরে বাচ্চারা কোরান পাঠের সময় এ হামলা চালানো হয়।
"কোনো রকম সতর্কতা ছাড়াই এ নিয়ে চতুর্থবারের মতো স্কুলকে লক্ষ্য করে তারা (ইসরায়েল) হামলা চালিয়েছে," বলেন ওই নারী।
স্থানীয় এক সূত্র জানায়, স্কুলের একটি কক্ষকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যে কক্ষটি হামাসের পুলিশ ব্যবহার করতো বলে অভিযোগ রয়েছে। যদিও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ওপর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত গাজায় অন্তত ৩৮,০৯৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানায় ওই অঞ্চলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।